‘টাইগার ৩’ দেখতে মুম্বইয়ের এক থিয়েটারে অভিনেতা অর্জুন কাপুর। বলিউডে কান পাতলে গুঞ্জন শোনা যায়, সলমন খানের সঙ্গে নাকি ঠান্ডা লড়াই চলে অভিনেতার। যদিও বনি পুত্রকে আইম্যাক্স থিয়েটারে ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে বসে এই ছবি উপভোগ করতে দেখা গিয়েছে।
ইনস্টাগ্রামে পাপারাৎজ্জির শেয়ার করা অ্যাকাউন্ট থেকে দেখা গিয়েছে, ছবিতে কালো পোশাক পরে থিয়েটারে অর্জুন। মাথায় টুপি পরা অভিনেতা। কালো সোয়টশার্টের সঙ্গে ম্যাচিং করে কালো প্যান্ট পরেছেন তিনি। তাঁর পাশের সিটে বসে সিদ্ধার্থ আনন্দ। দুজনে গল্পে মশগুল। আরও পড়ুন: কেমন হয়েছে সলমনের ‘টাইগার ৩’, শো দেখে বেরিয়ে এসে জানালেন সারা তেন্ডুলকর
সলমন এবং অর্জুনের মধ্যে কেন কোল্ড ওয়ার চলছে তা কারও জানা নেই। যদিও শোনা যায়, একসময় বলিউডে পা রাখার জন্য়ই অর্জুনকে নাকি উৎসাহ দিয়েছিলেন সলমন। এমনকি তাঁর ডেবিউয়ের জন্যও সাহায্য করেছিলেন সলমন।
একাধিক রিপোর্ট অনুযায়ী, অর্জুন একসময় সলমনের ছোট বোন অর্পিতা খানকে ডেট করতেন। ২০০৫ সালে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়। এখন অভিনেতা আয়ুশ শর্মার সঙ্গে বিবাহিত অর্পিতা। দম্পতির দুই সন্তানও রয়েছে। বর্তমানে মালাইকা আরোরাকে ডেট করছেন অর্জুন। সলমনের ভাই আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকা। দীর্ঘ কয়েক বছর ধরে পরস্পরকে ডেট করছেন তাঁরা। আরবাজের সঙ্গে মালাইকার এক পুত্র সন্তান রয়েছে।
এই দীপাবলিতে মুক্তি পেয়েছে সলমন খানের ‘টাইগার ৩’। প্রথম দিন থেকেই বক্স অফিসে ফাটিয় ব্যবসা করছে এই ছবি। রবিবার ১২ নভেম্বর, প্রথম দিনে ছবির আয় ছিল ৪৪.৫০ কোটি। সোমবার যশরাজ ফিল্মসের তরফে জানানো হয় বিশ্বব্যপী প্রথম দিনে ৯৪ কোটির ব্যবসা করেছে টাইগার ৩। যা সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে কোনও হিন্দি সিনেমাই দিওয়ালিতে এত ভালো পারফর্ম করেনি।
টাইগার ৩-এর পরিচালনা করেছেন মণীশ শর্মা। লিখেছেন আদিত্য চোপড়া। ছবিতে সলমন-ক্যাটরিনার সঙ্গে রয়েছেন ইমরান হাসমি। সঙ্গে একটি স্পেশাল এন্ট্রি রয়েছে পাঠান ওরফে শাহরুখ খানেরও। Sacnilk.com এর রিপোর্ট অনুসারে, দ্বিতীয় দিন অর্থাৎ সোমবারে ছবি আয় করেছে ৫০ কোটিরও বেশি। ভারতীয় বাজারে দু’দিনে ছবির আয় হল ১০২ কোটি। শুধু সলমনের কেরিয়ারের নয়, টাইগার সিরিজেরও সবচেয়ে বড় ওপেনিং পেয়েছে টাইগার ৩।