Viral News: একটা মাছ ধরেই ৭০ লক্ষ টাকা! মৎসজীবীর কপাল দেখেই হতবাক সকলে

Advertisement

রাতারাতি কোটিপতি হলেন পাকিস্তানের করাচি শহরের এক মৎসজীবী। এক বিরল মাছ বিক্রি করেই কোটিপোতি হলেন এই ব্যবসায়ী। হাজি বালুচ নামের এই মৎসজীবী ইব্রাহিম হায়দারি গ্রামের বাসিন্দা হাজি। বালুচ এবং তার কর্মীরা সোমবার আরব সাগর থেকে স্থানীয় উপভাষায় গোল্ডেন ফিশ বা “সোওয়া” নামে একটি বিরল প্রজাতির মাছ ধরেন।

পাকিস্তান ফিশারম্যান ফোক ফোরামের মোবারক খান জানান, শুক্রবার সকালে করাচি বন্দরে জেলেরা মাছ নিলামে পুরো মাছটি প্রায় ৭০ মিলিয়ন টাকায় বিক্রি হয়।সোওয়া মাছ অমূল্য এবং বিরল মাছ হিসাবে পরিচিত কারণ এর পেট থেকে পাওয়া পদার্থগুলির দুর্দান্ত নিরাময় এবং ঔষধি বৈশিষ্ট্য রয়েছে । এই মাছ থেকে পাওয়া সুতার মতো পদার্থ অস্ত্রোপচারে ব্যবহৃত হয়।

আরও পড়ুন: ঘরে ঘরে জ্বর! নতুন কোভিডে আক্রান্ত হচ্ছেন কি? কোন কোন উপসর্গ দেখে বুঝবেন

বেলুচ জানান, ‘নিলামে একটি মাছের দাম প্রায় ৭০ লাখ টাকা। আমরা করাচির খোলা সমুদ্রে মাছ ধরছিলাম, যখন আমরা সোনালী মাছ দেখতে পাই, এবং এটি আমাদের জন্য একটি অপ্রত্যাশিত ছিল। আমি আমার ৭ কর্মীর সঙ্গে এই টাকা ভাগ করে নেব।

আরও পড়ুন: চোখের পাতা তোলা যাচ্ছে না! টোসাস রোগে আক্রান্ত নয় তো? এই রোগেই ভুগেছেন জিনত

এই মাছ, যা প্রায়শই ২০ থেকে ৪০ কেজি ওজনের মধ্যে থাকে এবং দেড় মিটার পর্যন্ত বাড়তে পারে, এর পূর্ব এশিয়ার দেশগুলিতে খুব চাহিদা রয়েছে। সোওয়া মাছ সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত ভাবেও তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: আর্থরাইটিস কমাবে এই পাতা! চুল ঝরাও কমাবে নিমেষে

 ঐতিহ্যগত ওষুধ এবং স্থানীয় রন্ধনশৈলীতেও তাৎপর্যপূর্ণ এই মাছ । এই মাছটি কেবল প্রজনন মৌসুমে উপকূলের কাছাকাছি আসে।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।