পাঠান-এর ঐতিহাসিক সাফল্যের পর এখন বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছে টাইগার ৩। যশ রাজ স্পাই ইউনিভার্স যে রুপোলি পর্দায় জমে ক্ষীর তা বলার অপেক্ষা রাখে না। পাঠানের অন্যতম হাইলাইট ছিল সলমনের ক্যামিও, এবার টাইগারের ডাক সাড়া দিয়ে তাঁর বিপদে পাশে দাঁড়াল পাঠান।
‘পাঠান’ শাহরুখের ওয়াদা যতবার ‘টাইগার’ ডাকবে,তত সে আসবে। শাহরুখ-সলমনের অফস্ক্রিন বন্ধুত্ব যতটা খাঁটি, ততটাই চমকপ্রদ তাঁদের অনস্ক্রিন রসায়ন। টাইগার ৩-তে শাহরুখের এন্ট্রি সিন রীতিমতো তাক লাগিয়েছে। তবে খুব শীঘ্রই আর ক্যামিও নয়, একট পূর্ণদৈর্ঘ্যের ছবিতে কাঁধে কাঁধ মিলিয়ে শক্রুনাশ করতে দেখা যাবে সলমন-শাহরুখকে। ‘টাইগার ভার্সেস পাঠান’-এ আবার একসঙ্গে এই দুই গুপ্তচর। পরিচালকের আসনে থাকবেন সিদ্ধার্থ আনন্দ।
যশ রাজ ফিল্মসের ঘরের লোক কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট। যশ রাজের সব ছবিতেই নৃত্যপরিচালক হিসাবে কাজ করেন জাতীয় পুরস্কার জয়ী এই কোরিওগ্রাফার। পাঠানের বেশরম রং তাঁর কোরিওগ্রাফ করা, টাইগার ৩-তে ‘লেকে প্রভু কা নাম’ গানে তাঁর সৃষ্টি করা স্টেপেই পা মিলিয়েছেন সলমন-ক্যাটরিনা। সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে ‘টাইগার ভার্সেস পাঠান’ নিয়ে বড় আপটেড দিলেন বৈভবী। তাঁর কথায়, ‘সেটে তো দাঙ্গা বেঁধে যাবে। উত্তেজনা আর উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছাবে যে প্রচণ্ড জোরে বিস্ফোরণ ঘটবে। আমি তো চাইব যাতে ওই সেটে যাতে আমি থাকতে পারি, চাক্ষুস করতে পারি ওদের পাগলামি’।
কাকতালীয়ভাবে করণ-অর্জুনের ‘জয় মা কালী’ গানের সেটেও ছিলেন বৈভবী। তিনি বলেন, ‘৩০ বছর আগে যখন করণ অর্জুনের জয় মা কালী গান শ্যুট করছিল সলমন-শাহরুখ, আমি সেখানে ছিলাম। আমার সব মনে আছ। সেই মুহূর্তগুলো ফিরে আসবে’।
বলিউড কেন ভারতীয় সিনেমার মাইলস্টোন হতে চলেছে ‘টাইগার ভার্সেস পাঠান’। যশরাজ ফিল্মস ‘এক থা টাইগার’ দিয়েই পা রাখে স্পাই ফিল্মের দুনিয়ায়। সলমনের এই ছবির সাফল্যের পর আসে ‘টাইগার জিন্দা হ্যায়’। এরপরই প্রযোজক আদিত্য চোপড়া এই স্পাই ইউনিভার্সে নতুন গুপ্তচর যোগ করার সিদ্ধান্ত নেয়। ফলস্বরূর জন্ম হয় কবীর অর্থাৎ ওয়ার ছবির হৃতিকের। তারপর আসেন পাঠান। এবার পালা পাঠান আর টাইগারের মুখোমুখি টক্করের।
২০২৪-এ নাকি শ্যুটিং শুরু হবে এই ছবির। আপতত চলছে প্রি-প্রোডাকশনের কাজ। তবে ‘টাইগার ভার্সেস পাঠান’-এর আগে দর্শক মজে টাইগার ৩-তে। শুরুর দিনই ছক্কা হাঁকিয়েছে টাইগার ৩। দেশের বক্স অফিসে রবিবার ৪৪ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয়দিনে লাফিয়ে বাড়ল সেই আয়। বক্স অফিস থেকে প্রাপ্ত প্রাথমিক পরিসংখ্যান বলছে সলমন-ক্যাটরিনা অভিনীত ছবি দ্বিতীয় দিনে ভারতে ৫০ কোটির গণ্ডি পার করল অচিরেই! মোট আয় ৫৪.৬৭ কোটি টাকা।