ইতিমধ্যেই বক্সঅফিসে চলছে সলমন-ম্যাজিক। দীপাবলির দিন মুক্তি পেয়েছে এই ছবি। কিন্তু শুধু দেশের বাজারেই নয়, বিদেশের বাজারেও সলমনের ম্যাজিক পুরো মাত্রায় চলছে। আমেরিকার বক্সঅফিসও এর ব্যতিক্রম নয়। গোড়াতেই সে দেশে এই ছবি কত টাকার ব্যবসা করল, তা শুনলে চমকে যাবেন অনেকেই।
(আরও পড়ুন: ‘প্রাক্তন’ সলমনের সঙ্গে রোম্যান্সে মজে বউ ক্যাটরিনা! টাইগার ৩ নিয়ে কী বললেন ভিকি)
দেশের বক্সঅফিসে প্রথম দিনই প্রায় ৪০ কোটি টাকার ব্যবসা করেছে সলমন খানের ‘টাইগার ৩’। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাজারেও এই ছবি দারুণ হিট। এর আগে সলমন খানের কোনও ছবিই আন্তর্জাতিক বাজারে এত টাকার ব্যবসা করেনি। এর পাশাপাশি শুধু উত্তর আমেরিকার বক্সঅফিসেই দারুণ ব্যবসা করেছে এই ছবি। সব মিলিয়ে ২.২৫ মিলিয়ন ইউএস ডলার ঘরে তুলেছে এই সিনেমাটি।
(আরও পড়ুন: পাকিস্তানে ভারতীয় জাতীয় সঙ্গীত! লার্জার দ্যান লাইফ ছবিতে ‘টাইগার’ সলমনকে ছাপিয়ে গেলেন ক্যাটরিনা)
রিপোর্ট অনুযায়ী, ওপেনিংয়েই এর আগে সলমন খানের কোনও ছবি এত টাকার ব্যবসা করেনি। এটি ভেঙে দিল ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বজরঙ্গি ভাইজান’-এর রেকর্ড। সেটি আমেরিকার বক্সঅফিসে শুরুতে ৭৪০ হাজার মার্কিন ডলারের ব্যবসা করেছিল। ‘টাইগার ৩’ সেটিকে ছাপিয়ে অনেক দূর এগিয়ে গেল।
(আরও পড়ুন: বলিউডের ইতিহাসে প্রথম, দীপাবলিতে মুক্তি পেয়েই ছক্কা সলমনের, প্রথমদিন কত আয় করল টাইগার ৩?)
রিপোর্টে জানানো হয়েছে আর্লি এস্টিমেট অনুযায়ী সলমন খানের ছবি ‘টাইগার ৩’ প্রথম দিন বক্স অফিসে ৪৪.৫০ কোটি টাকা আয় করেছে। দীপাবলিতে মুক্তি পাওয়া সত্ত্বেও এ যাবৎকালের মধ্যে সব থেকে বেশি আয় করেছে এই ছবিটিই। এমনটাও জানানো হয়েছে। রবিবার, ১২ নভেম্বর টাইগার ৩ ছবিটির হিন্দি ভার্সনে গোটা দেশ জুড়ে গড়ে ৪১.৩২ শতাংশ অকুপেনসি ছিল। তবে এদিন সব থেকে বেশি লোক নাইট শোতেই টাইগার ৩ দেখেছেন বলে রিপোর্টে জানানো হয়েছে। রাত্রিবেলায় গড়ে ৪৬.১৮ শতাংশ অকুপেনসি ছিল।
(আরও পড়ুন: হলের মধ্যেই রকেট-তুবড়ি জ্বালিয়ে উচ্ছ্বাস সলমন ভক্তদের, টাইগার ৩ দেখতে গিয়ে আতঙ্কিত দর্শকরা)
টাইগার ৩ ছবিটির পরিচালনা করেছেন মণীশ শর্মা। এখানে আবারও টাইগার এবং জোয়া হয়ে ধরা দিয়েছেন সলমন খান এবং ক্যাটরিনা কাইফ। আছে শাহরুখ খান এবং হৃতিক রোশনের ক্যামিও। খলনায়কের চরিত্রে রয়েছেন ইমরান হাশমি।