পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার মাচা শো করতে গিয়ে বিতর্ক বাঁধালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এখন অবশ্য অভিনয় নয়, জি বাংলার দিদি নম্বর ১-এর সঞ্চালিকা হিসাবেই তাঁকে চেনে গোটা বাংলা।
কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিতে আলেয়া ক্লাবে পৌঁছেছিলেন রচনা। কলকাতা থেকে ‘গর্ভমেন্ট অফ ইন্ডিয়া’ স্টিকার লাগানো গাড়িতে পূর্ব মেদিনীপুর পৌঁছান অভিনেত্রী। কোনওরকম সরকারি পদ নেই তাঁর, তাহলে কেন আর কীভাবে তাঁর গাড়িতে লাগানো এই স্টিকার? এখানেই শেষ নয়, WB 24TB777 নম্বর প্লেটের ওই গাড়িটি আবার ‘ইন্সিওরেন্স ফেল’!
অনুষ্ঠান শেষে প্রশ্নের মুখে পড়লেন রচনা। আমতা আমতা করে অভিনেত্রী জানান, তিনি কিছুই জানেন না। এমনকি এই গাড়ি নাকি উদ্যোক্তারা পাঠিয়েছেন। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে রচনা বলেন, ‘আমি জানি না। উদ্যোগতারা যে গাড়ি পাঠিয়েছে সেই গাড়িতে এসেছি।’ এর বাইরে কিছুই জানা নেই তাঁর, শুধু বলেন- ‘এখানে এসে অত্যন্ত ভালো লাগছে। সমস্ত আয়োজনটাই খুব ভালো হয়েছে। আমরা তো স্টার হয়েছি গ্রামের মানুষদের জন্যই। খুব ভালো লাগে এমন অনুষ্ঠানে আসতে’। বিতর্ক এড়াতে যাওয়ার আগে রচনার গাড়ি থেকে ওই বিতর্কিত স্টিকার খুলে ফেলেন গাড়ির চালক।
কিন্তু সত্যি কি রচনাকে ওই গাড়ি পাঠিয়েছিলেন পুজো উদ্যোক্তারা? ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দত্ত মিডিয়ার সামনে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘আমরা কোনও গাড়ি দিইনি। ওঁনার কোথাউ একটা ভুল হচ্ছে। উনি নিজেই গাড়ি নিয়ে এসেছেন। উনি ভুল কথা বলছেন।’
আলেয়া ক্লাবের অনুষ্ঠানের ফাঁকে রচনা (ছবি সৌজন্যে-ফেসবুক)
এদিন ধসূর রঙা সারলোয়ার কামিজে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রচনা। সঙ্গে ফুলেল কাজ করা ওড়না। কানে ঝুমকো, সঙ্গে মানানসই মেকআপ। স্টিকার বিতর্ক নিয়ে কথা না বাড়িয়ে অনুষ্ঠান শেষে গাড়িতে উঠে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন রচনা।