বিজেপিকে মধ্যপ্রদেশে নির্বাচিত করলে বিনামূ্ল্যে অযোধ্যার রামমন্দির দর্শন করা সম্ভব হবে। ২০২৪ সালে রামমন্দির নির্মাণ সম্পন্ন হবে। আর তার উদ্বোধন হবে। সেই রামমন্দির বিনামূল্যে দেখতে পাওয়া যাবে যদি মধ্যপ্রদেশের মানুষ বিজেপিকে পুনরায় নির্বাচিত করে। অর্থাৎ শর্তসাপেক্ষে রামমন্দির দর্শনের কথা তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, সোমবার মধ্যপ্রদেশের রঘোগড়ে নির্বাচনী প্রচারে এসেছিলেন অমিত শাহ। আর সেখানেই এমন শর্ত দেন। যা নিয়ে জাতীয় রাজনীতির অলিন্দে জোর চর্চা শুরু হয়েছে।
যে রামমন্দির হিন্দুত্বের প্রতীক বলে বিজেপি চালাতে চাইছে সেখানে নির্বাচনী শর্ত কেন? উঠছে প্রশ্ন। দেশবাসীকে তো এমনিতেই সেটা দেখার সুযোগ করে দেওয়া উচিত বলে অনেকে মন্তব্য করছেন। অথচ আজ ভরা সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা কি রামলালার দর্শন করতে চান, নাকি চান না? আপনাদের তার জন্য অর্থ খরচ করতে হবে। কিন্তু খরচ নিয়ে চিন্তা করতে হবে না। বিজেপির পক্ষে রায় দিন নির্বাচনে, সরকার গঠন করতে দিন ৩ ডিসেম্বর, বিজেপি সরকার রামলালার দর্শন করাবে বিনামূল্যে।’
এই মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ এটা একধরণের নির্বাচনী প্রতিশ্রুতি। যা ইস্তেহারে ছিল না। এখন নির্বাচনী প্রচারে এসে এমন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আজ মধ্যপ্রদেশের রঘোগড়ে নির্বাচনী প্রচার করেন অমিত শাহ। এই কেন্দ্রটি বেছে নেওয়ার পিছনে একটি কারণ আছে। সেটি হল—এই কেন্দ্র থেকে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের ছেলে জয়বর্ধন সিং প্রতিদ্বন্দ্বিতা করছেন। তরুণ এই প্রার্থীর উপর মানুষ ভরসা করতে শুরু করেছে। সেটা দেখেই এখানে রামমন্দিরের তাসটি খেললেন অমিত শাহ। তাই তাঁর গলায় শোনা গেল, ২০২৪ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন।
আরও পড়ুন: ‘ওঁর সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে ছিল’, বাসুদেব প্রয়াণে শোকের সঙ্গে খেদ মুনমুনের
এদিন কংগ্রেসকে আক্রমণ করেন অমিত শাহ। আর মোদীর পক্ষে জোর সওয়াল করেন। এমনকী বিনামূল্যে অযোধ্যা দর্শনের প্রতিশ্রুতিও দেন। তাঁর কথায়, ‘কংগ্রেস ভারতীয় সংস্কৃতির অপমান করেছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামমন্দির, কাশী বিশ্বনাথ, মহাকাল লোক গড়ে তুলেছেন। সোমনাথ মন্দির সোনা দিয়ে তৈরি হয়েছে। বদ্রীনাথ এবং কেদারনাথ নতুন করে সংস্কার করা হয়েছে। বিন্ধ্যবাসীনি মন্দির নতুন করে গড়ে তোলা হয়েছে। অযোধ্যার রামমন্দির বাবর ধ্বংস করে দিয়েছিল। স্বাধীনতার ৭০ বছর দেশের হলেও কেউ রামমন্দির নির্মাণ করতে দেননি। শুধু ভোটব্যাঙ্কের রাজনীতি করে গিয়েছে। আপনারা মোদীজিকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। দেখুন রামমন্দিরে ভূমিপুজো হয়েছে। সোনিয়া গান্ধী চাইছেন তাঁর ছেলে রাহুল গান্ধী পিএম হোক, দিগ্বিজয় সিং এবং কমলনাথ চাইছেন তাঁর ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী হোক। তাঁরা কী করে রাজ্যের মানুষের ভাল চাইবে।’