ব্রিটেনের রাজনীতিতে বড়সড় তোলপাড় এনে এবার ব্রিটেনের মন্ত্রিসভা থেকে ছাঁটাই করা হল সুয়েলা ব্রেভারম্যানকে। বেশ কিছু দিন ধরেই নানান বিতর্কে ছিলেন সুয়েলা। সদ্য তিনি ব্রিটেন পুলিশের সমালোচনায় নামেন। এক মিছিলের ওপর ব্রিটেনের পুলিশের পদক্ষেপ ঘিরে তিনি সমালোচনা করেন। তার পরই ধীরে ধীরে সুনক সরকারের ওপর চাপ বাড়ে, সুয়েলা ব্রেভারম্যানকে ছেঁটে ফেলার। এরপরই আসে এই বড় খবর।
উল্লেখ্য, সদ্য ব্রিটেনে একটি প্যালেস্তাইন পন্থী মিছিল হয়েছে। সেই মিছিলে ব্রিটেনের পুলিশের পদক্ষেপ ভালোভাবে নেননি সেদেশের হোম সেক্রেটারি সুয়েলা ব্রেভারম্যান। শনিবার প্যালেস্তাইনপন্থী ওই মিছিলটি আয়োজিত হয় ব্রিটেনে। সেখানে পুলিশ মিছিলকে নিয়ন্ত্রণ করতে যায়। এদিকে, পুলিশি পদক্ষেপ ঘিরে সমালোচনা সুরে একটি আর্টিক্যাল প্রকাশ করেন সুয়েলা। এরপরই সুয়েলার সমালোচনা শুরু হয় দেশ জুড়ে। সমালোচকরা বলেন, সুয়েলার অবস্থানের জেরে দেশে হিংসা বাড়তে পারে। সুয়েলার অবস্থান উস্কানিমূলক বলেও মন্তব্য করা হয়। বারবার সুয়েলাকে মন্ত্রিসভা থেকে সরানোর বিষয়ে সুনক সরকারের ফপর চাপ আসে। এদিতে, দিওয়ালি মিটতেই ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক , তাঁর মন্ত্রিসভার আরও এক ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্রেভারম্যানকে পদ থেকে ছাঁটাই করেন। উল্লেখ্য, বছর ঘুরলেই ব্রিটেনে ভোট। কার্যত অগ্নিপরীক্ষার মুখে পড়তে চলেছেন ঋষি সুনক। তার আগে তাঁর মন্ত্রিসভার এই রদবদল বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।
(Kolkata Pollution: দিওয়ালি পার হতেই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ৪ নম্বরে উঠল কলকাতা, দিল্লি ১-এ! তিলোত্তমার AQI কত?)
পুলিশের সমালোচনাই প্রথম নয়। এর আগে, প্রতিবাদ, উদ্বাস্তু ইস্যু সমেত একাধিক ইস্যুতে সুয়েলার অবস্থান বিপাকে ফেলেছিল সুনক সরকারকে। এদিকে, সদ্য, প্যালেস্তাইন পন্থী মিছিলে ব্রিটেনের পুলিশের পদক্ষেপকে তিনি ‘পক্ষপাতমূলক’ বলে বর্ণনা করেন। এদিকে ব্রিটেনের রাজনৈতিক আঙিনায় ক্রমাগত কনসারভেটিভরা পিছিয়ে পড়তে শুরু করেছেন। সেই জায়গা থেকে পরের বছর আসন্ন ব্রিটেনের নির্বাচপে বেশ ব্যাকফুটে সুনক বাহিনী বলে মনে করা হচ্ছে। ফলে ঋষি সুনক ভোটারদের মনে জায়গা পেতে আপাতত মরিয়া। এরই মাঝে কনসারভেটিভ পার্টির দক্ষিণপন্থীদের অন্যতম মুখ হয়ে উঠছিলেন সুয়েলা। যিনি নিজে উদ্বাস্তপদের বিপক্ষেই বক্তব্য রাখতে শুরু করেন। তবে ক্রমাগত তিনি প্রতিবাদে ঘিরে যেতে শুরু করা অস্বস্তি বাড়ে সুনক শিবিরে। এরপরই তাঁকে ছাঁটাই করা হল পদ থেকে। সেই পদে এবার কে আসেন, সেদিকে তাকিয়ে সকলে।