তিন দিনের ব্য়বধানেই ‘আলোর কোলে’র সম্প্রচারের সময় জানিয়ে দিল জি বাংলা। রবিবার, কালীপুজোর দিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয় কবে থেকে আর কখন টিভির পর্দায় দেখা যাবে স্বীকৃতি মজুমদার-কৌশিক রায় এবং সোমু সরকার অভিনীত এই মেগা। ‘আলোর কোলে-র টেলিকাস্টের সময় দেখে হতবাক সকলেই! মাত্র দেড় মাস পুরোনো মিলি-কে স্লটছাড়া করল জি বাংলা।
গত ২৫শে সেপ্টেম্বর থেকে সম্প্রচার শুরু হয়েছিল ‘মিলি’র। জলসার ‘জল থই থই ভালোবাসা’-র সঙ্গে একই দিনে পথচলা শুরু হয়েছিল খেয়ালি ও অনুভবের এই মেগার। কিন্তু দু-মাসের মাথাতেই স্লট বদলে যাচ্ছে! শুরুর পর থেকে অভিজ্ঞ অপরাজিতা আঢ্যর কাছে লাগাতার হেরেছে মিলি, সেই জন্যই এমন কড়া সিদ্ধান্ত নিয়ে নিল চ্যানেল।
চলতি মাসেই একসাথে বন্ধ হচ্ছে জি বাংলার দুটি মেগা, খেলনা বাড়ি ও গৌরী এলো। তারপর ২৭শে নভেম্বর থেকে শুরু হবে ‘আলোর কোলে’র সফর। প্রথমে মনে করা হয়েছিল খেলনা বাড়ির স্লট অর্থাৎ রাত সাড়ে ৯টায় সূর্য-দীপার নতুন প্রতিদ্বন্দ্বী হবেন কৌশিক-স্বীকৃতিরা। তবে খেলা পুরো ঘুরে গেল! রাত ৯টায় কোজাগরী বসুকে টেক্কা দেবে জি বাংলার এই ভূতুড়ে গল্প।
আলোর কোলে-র হাত ধরে একসঙ্গে জি বাংলার পর্দায় পা রাখছেন স্টার জলসার তিন জনপ্রিয় মুখ- কৌশিক রায়, স্বীকৃতি মজুমদার এবং সোমু সরকার। ‘মেয়েবেলা’ সিরিয়ালে দর্শক শেষ দেখেছে স্বীকৃতিকে, অন্যদিকে দু-মাসে বালিঝড় বন্ধ হওয়ার পর এবার জি বাংলায় পা রাখলেন কৌশিক। অন্যদিকে নোলক-এর সঙ্গে অভিনয় সফর শুরু করা সমুও এই কাহিনিতে থাকছেন কৌশিকের দ্বিতীয় নায়িকার ভূমিকায়।
মা-মরা মেয়ে পুপুল। যৌথ পরিবারে বড় হচ্ছে সে। যদিও মা না থেকেও আছে। মারা যাওয়ার পরেও নিজের মেয়ে ও বাড়ির সকলের খেয়াল রাখার চেষ্টা করছে স্বীকৃতি, এমনটাই দেখা গিয়েছে সিরিয়ালের প্রথম প্রোমোয়। পুপলু মোটেই পছন্দ করে না তাঁর বাবাকে। বাবা-মেয়ের সম্পর্কেও রয়েছে দূরত্ব। স্বীকৃতির মা-মরা মেয়েকে কীভাবে মায়ের মতো আগলাবে সমু, সেই নিয়েই এগোবে আলোর কোলে-র গল্প।
মিলি-র নতুন সম্প্রচার সময় এখনও জানায়নি চ্যানেল। তবে মনে করা হচ্ছে রাত ৯.৩০টার স্লটটি দেওয়া হবে অনুভব-খেয়ালিদের। ‘অনুরাগের ছোঁয়া’র মুখোমুখি হলে টিআরপি-র লড়াই আরও কঠিন হবে এই নতুন জুটির কাছে। তবে নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত অর্জুন-মিলি।