সুপ্রিম কোর্ট চত্ত্বরে খুলল বিশেষভাবে সক্ষমদের দ্বারা পরিচালিত কাফে, উদ্বোধনে প্রধান বিচারপতি

Advertisement

দৃষ্টিহীন এবং সেরিব্রাল পালসিতে আক্রান্তদের দ্বারা পরিচালিত কাফের উদ্বোধন হল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই কাফের উদ্বোধন করলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ‘মিট্টি কাফে’ নামে এই রেস্তারাঁটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত।

এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি ছাড়া উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি এবং আইনজীবীরা।

কাফে উদ্বোধন উপলক্ষে সুপ্রিম কোর্টে চত্ত্বরে একটি সাংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তাতে বিশেষ ভাবে সক্ষমরা সঙ্গীত পরিবেশন করেন। সাংকেতিক ভাষায় পরিবেশিত তাদের এই জাতীয় সঙ্গীত সকলের নজর কাড়ে।

নিজের এজলাসের ঠিক পাশে এই ‘মিট্টি কাফে’-র উদ্বোধন করে প্রধান বিচারপতি এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। অন্যান্যদের এই রেস্তরাঁতে আসতে আহ্বান জানান। এর ফলে বিশেষভাবে সক্ষমরা সমাজের মূল স্রোতের সঙ্গে থাকতে পারবে বলে মনে করেন তিনি।

(পড়তে পারেন। এই দেখুন আমি বেঁচে আছি!’ খুনের মামলায় সুপ্রিম কোর্টে জানাল ‘মৃত’ কিশোর, তারপর যা হল…)

(পড়তে পারেন। দুর্নীতির মাথারাই মুক্ত! বাকিদের কবে গ্রেফতার? SSC মামলায় সুপ্রিম প্রশ্ন, জামিন পেলেন প্রসন্ন)

স্বেচ্ছাসেবী সংস্থাটি জানিয়েছে, ২০১৭ সালে এই ধরনের কাফে তৈরির উদ্যোগ নেওয়া হয়। দেশের ৩৫টি জায়গায় এই ধরনের ‘মিট্টি কাফে’ রয়েছে। এর আগে বেঙ্গালুরু বিমানবন্দর ও দেশের বেশ কয়েকটি কর্পোরেট সংস্থার অফিসে এই রেস্তোরাঁ রয়েছে। সংস্থাটির ওয়েব সাইটের তথ্য অনুযায়ী এখনও ১ কোটি মানুষের কাছে খাবার পৌঁছে দিতে পেরেছে তারা।

সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন, সুপ্রিম কোর্ট চত্ত্বরে এই ধরনের কাফে তৈরি হওয়ায় তাদের বিস্তৃতির আরও দিক খুলে গেল। উদ্বোধনের পর কাফেটি ঘুরে দেখেন প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।