বাবার দেখানো পথে হেঁটে এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেই ট্রেলার শেয়ার করে তার প্রশংসা করেছেন খোদ কিং খান। কিন্তু এখন যে প্রশ্ন সবার মনে উঁকি দিচ্ছে, এই ছবিতে কী কিং খানকেও বিশেষ চরিত্রে দেখা যাবে? থাকবে তাঁর ক্যামিও?
দ্য আর্চিজ ছবিতে শাহরুখ খানের ক্যামিও থাকবে?
সূত্রের খবর অনুযায়ী সুহানা খান যে ছবির মাধ্যমে ডেবিউ করতে চলেছেন সেই দ্য আর্চিজ ছবিতে শাহরুখ খানের ক্যামিও চরিত্র থাকবে। তাঁর কথা অনুযায়ী, ‘উনি এই প্রজেক্টের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। একই সঙ্গে এই ছবি তাঁর কাছে অত্যন্ত জরুরি কারণ শাহরুখের মেয়ে সুহানা এই ছবি দিয়েই ডেবিউ করতে চলেছে। তাই তিনি যেন তেন প্রকারেন এই প্রজেক্টের অংশ হতে চাইছেন। এই ছবিতে হয় শাহরুখের ক্যামিও দেখা যাবে নইলে তিনি এই ছবিতে গল্প কথকের ভূমিকায় থাকবেন।’
আরও পড়ুন: এই শীতে কি ফের টলিউডে সানাই বাজতে চলল? বিয়ে করছেন নাকি ‘মা’ খ্যাত তিথি?
আরও পড়ুন: কার কাছে কই মনের কথা ধারাবাহিকের সাফল্যের নেপথ্যে লুকিয়ে কোন রহস্য? কী বললেন মানালি?
তাঁর কথা অনুযায়ী, ‘আপাতত এই টিমের কেউই এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না। সকলেই যেন মুখে কুলুপ এঁটে রেখেছেন। দর্শকদের আসলে চমক দিতে চাইছেন। ফলে এটা যে শাহরুখ খান এবং তাঁর ভক্তদের জন্য বিশেষ হতে চলেছে সেটা বলাই বাহুল্য।’
দ্য আর্চিজ ছবির মাধ্যমে যে কেবল সুহানা খান ডেবিউ করছেন এমনটা একদমই নয়। শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাও ডেবিউ করতে চলেছেন এই ছবির হাত ধরে। আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। তবে বড় পর্দায় নয়, ওয়েব মাধ্যমে আসছে এই ছবি। ছবিটির পরিচালনা করেছেন জোয়া আখতার।
অন্যদিকে শাহরুখ খানকে আগামীতে দেখা যাবে ডঙ্কি ছবিতে। এটি শীতের ছুটিতে মুক্তি পেতে চলেছে। তাঁর এই ছবিটির পরিচালনা করেছেন রাজকুমার হিরানি।