মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে এগিয়ে আসতেই চড়ছে রাজনীতির পারদ। এবার পোশাক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধী নিজের পোশাকের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোশাক নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদিন লক্ষ লক্ষ টাকার পোশাক পরেন। কিন্তু আমি এই সাদা টি শার্টটিই পরি।’
আরও পড়ুন: অপেক্ষারত ভক্তদের এগিয়ে দিলেন চা, কেদারনাথ দর্শনে রাহুলের কিছু মুহূর্ত একনজরে
শুক্রবার সাতনায় কংগ্রেসের তরফে একটি জনসভার আয়োজন করা হয়। সেখানে বক্তৃতা দিতে গিয়ে রাহুল বলেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতা শুনেছি। তিনি প্রতিটি বক্তৃতায় বলেছেন যে তিনি ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তিনি বারবার এই কথা বলে প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু, প্রধানমন্ত্রী প্রতিদিন লক্ষ লক্ষ টাকা দামের পোশাক পড়েন। তাঁর এক একটি পোশাকের দাম লাখ টাকা করে।’ রাহুল গান্ধীর আরও কটাক্ষ, প্রধানমন্ত্রী প্রতিদিন আলাদা আলাদা পোশাক পড়েন। জনতার উদ্দেশ্যে রাহুল বলেন, ‘আপনারা কি মোদীজিকে কখনও পুনরাবৃত্তি করতে দেখেছেন? আমি এই একটি সাদা শার্ট পরি।’
অন্যদিকে, তিনি মধ্যপ্রদেশে জাতিভিত্তিক আদমশুমারি প্রসঙ্গে এদিন বক্তব্য রাখেন। তিনি এদিন ঘোষণা করেন, কংগ্রেস মধ্যপ্রদেশের ক্ষমতায় আসলেই সেখানে জাতিভিত্তিক আদমশুমারি করা হবে। তিনি বলেন, ‘মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার গঠন করলেই আমাদের প্রথম পদক্ষেপ হবে রাজ্যব্যাপী জাতিভিত্তিক আদমশুমারি করা এবং কেন্দ্রে আমাদের দল ক্ষমতায় আসলে আমরা দেশব্যাপী জাতিভিত্তিক আদমশুমারির সমীক্ষা করব৷’ কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েকদিন আগে ছত্তিশগড়ে প্রচারের সময় আমি কয়েকজন কৃষকের সঙ্গে দেখা করি। আমি তাদের কাছে জমির দাম জানতে চেয়েছিলাম। কিন্তু, কৃষকরা জমির দাম বলতে পারেননি।’
জিএসটি নিয়ে কংগ্রেস নেতার অভিযোগ, সরকার দরিদ্র মানুষের কাছ থেকে জিএসটি নেয় এবং সমস্ত অর্থ বড় ব্যবসায়ীদের হাতে তুলে দেয়। তাঁর বক্তব্য, বড় শিল্পপতিরা কর্মসংস্থান দেয় না, ছোট ব্যবসায়ী এবং মাঝারি ব্যবসায়ীরা কর্মসংস্থান দেয়। তিনি বলেন, ‘বড় শিল্পপতি, কোটিপতি, প্রধানমন্ত্রী মোদী এবং শিবরাজ সিং চৌহান এক হয়ে জনগণের সম্পদ চুরি করেছে। তবে কংগ্রেস সরকার আদানির জন্য কাজ করবে না। কংগ্রেস কৃষক, শ্রমিক এবং ছোট দোকান মালিকদের জন্য কাজ করবে।’