অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন পাকিস্তানের ওয়াসিম আক্রম। তিনি খেলাটা যেমন ভালো বুঝতেন, তেমনই ভালো ছিল তাঁর বোলিং ক্ষমতা। তবে তিনি অবসর নিয়েছেন আজ থেকে বহু বছর আগে। কিন্তু জানেন কি তিনি ক্রিকেট খেলা ছাড়াও আরও একটি জিনিসে অত্যন্ত দক্ষ। কী? র্যাপ মিউজিকে। তাঁর এই গুণের কথা সম্প্রতি প্রকাশ্যে এল।
এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচের পর তাঁকে জনপ্রিয় শো দ্য প্যাভিলিয়নে অংশ নিতে দেখা যায়। এদিন এই অনুষ্ঠান চলাকালীন সঞ্চালক তথা জনপ্রিয় গায়ক ফাখার-ই-আলম তাঁকে একটি র্যাপ গাওয়ার অনুরোধ করেন, তখন তিনি কথা বলতে বলতেই র্যাপ গেয়ে দেন দুকলি।
আরও পড়ুন: ‘অনেকেই পছন্দ করে না…’ ভক্তদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নন্দিনী দিদির, ছেড়ে দিচ্ছেন কোন অভ্যাস?
আরও পড়ুন: বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা রক্তবীজের, সাফল্য উদযাপনে হাজির আবির-অঙ্কুশ-শ্রাবন্তী সহ কারা?
বর্তমান সময়ের সঙ্গীতের বিষয়ে কথা বলতে গিয়ে এই বর্ষীয়ান ক্রিকেটার বলেন, ‘আজকাল তো সবাই র্যাপ গাইছে, তাই না? রেডিয়োতে তো সমানেই বেজে চলেছে।’ এই সুযোগে সঞ্চালক তাঁকে অনুরোধ করেন একটি র্যাপ গেয়ে শোনানোর জন্য। প্রাথমিক ভাবে ওয়াসিম আক্রম গাইতে অস্বীকার করলেও পরে রাজি হন, এবং ঝটপট কথা বলতে বলতেই একটি র্যাপ গেয়ে শুনিয়ে দেন। এদিন তিনি যে র্যাপ গেয়েছিলেন তাতে তিনি বলেন, ‘তু মেরে পাস আ, ম্যায় তেরে সাথ যাউ। তেরে আব্বু আয়েগা তেরি আম্মি সে পুছেগা তু মেরে ঘর আ, আ ভি যা।’ তাঁর এই র্যাপ শুনে হেসে গড়িয়ে পড়েন সেই শোতে উপস্থিত থাকা সকলেই। গানটি গেয়ে ওয়াসিম বলে ওঠেন, ‘হ্যাঁ, আজকাল তো এসবই নাকি মিউজিক।’
এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে এক ব্যক্তি এটি পোস্ট করেন। তাতে অনেকেই ওয়াসিম আক্রমের হিউমর সেন্সর তারিফ করেন। এক ব্যক্তি লেখেন, ‘উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কাউকে হাসিয়ে দিতে পারেন। ভীষণ মজার মানুষ।’ আরেকজন লেখেন, ‘গোটা দুনিয়া জুড়ে এত নেগিটিভিটি, অথচ তার মধ্যেও দেখ এই মানুষগুলো কেমন সবাইকে হাসিয়ে যাচ্ছেন।’