Salman Khan-Tiger 3: ভোর ৬টায় টাইগার ৩ এর শো শুনে হতভম্ভ ভাইজান, সলমন বললেন, ‘আমি তো নির্ঘাত…’

Advertisement

টাইগার এবং জোয়ার জুটি আবারও ফিরতে চলেছে বড় পর্দায়। টাইগার ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি টাইগার ৩ আর মাত্র কদিন পরই মুক্তি পাচ্ছে। ইতিমধ্যেই এই ছবির অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শো রাখা হয়েছে সলমনের ছবির জন্য। এবার নিজের আগামী ছবি প্রসঙ্গে মশকরা করলেন অভিনেতা। ছবি মুক্তির আগে সলমন এবং ক্যাটরিনা কিছু ভক্তদের সঙ্গে দেখা করেছিলেন। সেখানে গিয়ে কী বললেন ভাইজান?

টাইগার ৩ ছবির ভোর ৬ টার শো নিয়ে কী বললেন সলমন?

ক্যাটরিনা কাইফ এদিন ভক্তদের সঙ্গে দেখা করে জানিয়েছেন তাঁরা এই ছবি দেখে চরম বিনোদন পাবেন। তারপরই কথায় কথায় সলমন জানতে পারেন যে টাইগার ৩ ছবিটির প্রথম শো ভোর ৬টায় রাখা হয়েছে। তিনি সেটা শুনে বলে ওঠেন, ‘ভোর ৬টা পর্যন্ত এক রকম। সকাল ৭টার পর ফ্লাইট ধরতে পারি না তো আর ছবি।’ বলেই হেসে ওঠেন।

আরও পড়ুন: ‘যদি সব ঠিক থাকে…’ আচমকা কী হল দেবের? বাঘা যতীন সাফল্য পেতে না পেতেই কী জানালেন?

আরও পড়ুন: মেয়ে সুহানার পাশাপাশি দ্য আর্চিজে দেখা মিলবে শাহরুখ খানের? সত্যি?

এখান থেকেই সলমন সাফ জানিয়ে দেন সলমন মোটেই সকালে উঠতে পারেন না। এদিন তাঁদের সঙ্গে কিছু ভক্তরা লে কে প্রভু কা নাম গানটিতে নাচ করেন।

টাইগার ৩ প্রসঙ্গে

টাইগার ৩ ছবিটির পরিচালনা করেছেন মণীশ শর্মা। যশরাজ ফিল্মসের প্রযোজনায় আসছে এই ছবি। যশরাজ স্পাই ইউনিভার্সের আগামী ছবি হতে চলেছে এটি। এর আগে পাঠান মুক্তি পেয়েছিল যশরাজ স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে। জানা গিয়েছে এখানে পাঠান হিসেবে শাহরুখ খান এবং কবীর হিসেবে হৃতিক রোশনকে দেখা যাবে।

ইতিমধ্যেই টাইগার ৩ ছবি অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। ৮.০১ কোটি টাকা প্রায় করেছে এই ছবি অ্যাডভান্স বুকিংয়ের মধ্যে।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।