Murder: ‘আমাকে শেষ করে দেবে!’ আমেরিকার জিমে ভারতীয় ছাত্রকে ছুরি দিয়ে আঘাত করে খুন

Advertisement

বরুণ রাজ পুচা। আমেরিকার একটি জিমে তাঁকে ছুরি দিয়ে আঘাত করে খুন করা হয় বলে খবর। ২৪ বছর বয়সি ওই ভারতীয় ছাত্রকে ছুরি দিয়ে মাথায় মেরে খুন করা হয় বলে অভিযোগ। ইন্ডিয়ানা ফিটনেস সেন্টারে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র জর্ডান আনদ্রাদে তাকে মাথায় ছুরি মেরেছিল বলে অভিযোগ। পরে মৃত্যু হয় বরুণের।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে বরুণ রাজ পুচার মৃত্যু হয়েছে। বরুণের পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়েছে।

এদিকে ২৪ বছর বয়সি জর্ডনের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। তার দাবি, সে মনে করত বরুণ তাকে মেরে ফেলতে পারে। এদিকে সে পুলিশকে জানিয়েছে, এটা নিয়ে সে বরুণকে সরাসরি কিছু জানায়নি। তবে সে অন্যদের থেকে শুনেছিল বরুণ তাকে মেরে ফেলতে পারে। তবে পুলিশ জিমের স্টাফেদের কাছ থেকে জেনেছে বরুণ রোজ জিমে আসতেন। কিন্তু তিনি কোনওভাবেই উগ্র স্বভাবের ছিলেন না। তিনি অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন।

টাইমস অফ নর্থওয়েস্ট ইন্ডিয়ানায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, জর্ডন জিমের মেসেজ রুমে গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এদিকে সূত্রের খবর, পুরো ঘটনার সময় বরুণ বসেছিলেন। একবারও ধাক্কাধাক্কি করেননি। প্রথমে বরুণকে ধাক্কা দেন অপর যুবক। তখন পালটা ধাক্কা দেন তিনি। এদিকে জর্ডন পালটা জানায় সে আগে ফুটবল খেলত। তার সঙ্গে পারবে না। এদিকে ওই যুবকের সাফাই বক্স কাটার একটা ছুরি তার কাছে ছিল। প্রতিরোধের জন্যই এটা চালিয়েছিলাম। আর তখনই এসব হয়ে গেল।

এদিকে ছুরি দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে মৃত্যু হয় ওই ভারতীয় যুবকের।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।