বাঘা যতীনের সাফল্যে মোটেই ডগমগ হওয়ার সুযোগ পাননি দেব। ব্যস্ত ছিলেন প্রধান ছবির শুটিং নিয়ে। শীতের ছুটি জমজমাট করে তুলতে মুক্তি পাবে এই ছবি। এবার এই ছবির বিষয়ে বড় আপডেট দিলেন অভিনেতা। কী জানালেন?
দেব কী জানালেন প্রধান সম্পর্কে?
প্রধান ছবিতে দেবকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। তাঁর সঙ্গে এখানে আছেন সোহম চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর। দেবের বিপরীতে এই ছবির হাত ধরে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু, অর্থাৎ যাঁকে সবাই মিঠাই বলেই চেনেন। অভিজিৎ সেন ছবিটির পরিচালনা করেছেন। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের প্রযোজনায় আসবে এই ছবি।
আরও পড়ুন: ‘প্রধান ছবিতে ওঁরাই ইয়ং জেনারেশন’, মমতা-পরাণকে নিয়ে কেন এমন বললেন দেব?
আরও পড়ুন: দেব ছাড়া বাংলা ছবিকে কেউ ব্যবসা দিচ্ছে না? বিতর্কের উত্তরে কী বললেন ‘বাঘা যতীন’?
প্রধান ছবির শুটিং দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে হয়েছে। তারপর কলকাতায় চলছিল শুটিং। এবার সেটাও শেষ হল। গোটা ছবির শুটিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে বলেই এদিন জানালেন অভিনেতা দেব। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান ছবির সেট থেকে একাধিক ছবি শেয়ার করে দেব লেখেন, ‘শুটিং শেষ। সবটা যদি প্ল্যানমাফিক হয় তাহলে বড়দিনে দেখা হচ্ছে।’
একই সঙ্গে তিনি হ্যাশট্যাগ করে প্রকাশ্যে আনলেন কবে মুক্তি পাচ্ছে এই ছবি। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে প্রধান। তার আগে ১০ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবির প্রথম অফিসিয়াল পোস্টার। ইতিমধ্যেই সেটার ঘোষণা হয়ে গিয়েছে। বাঘা যতীনের পর সকলেই মুখিয়ে আছেন প্রধানের জন্য।
বাঘা যতীন প্রসঙ্গে
দেবকে শেষবার বাঘা যতীন ছবিতে দেখা গিয়েছিল। পুজোর ঠিক মুখে ১৯ অক্টোবর মুক্তি পায় এই ছবি। বক্স অফিসে এটির সঙ্গে টক্কর জমেছিল দশম অবতার, রক্তবীজ এবং জঙ্গলে মিতিন মাসীর। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে দেবের এই ছবি। পেয়েছে প্রশংসাও।
শীতের ছুটিতে আর কোন ছবি আসছে?
এবারের শীতের ছুটিতে প্রধান ছবিকে কড়া টক্করের মুখে পড়তে হবে। এই ছবির সঙ্গে একই দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত ডঙ্কি। বাদ যাবে না প্রভাস অভিনীত সালার। অন্যদিকে বাংলায় আসছে কাবুলিওয়ালা, যমালয়ে জীবন্ত ভানু সহ একাধিক ছবি। ফলে এবারের বড়দিনের ছুটি যে দারুণ উপভোগ্য হতে চলেছে সেটা স্পষ্ট।