তৃতীয়বার ক্ষমতায় এলে তিনি দেশের অর্থনীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে যাবেন। বুধবার মধ্যপ্রদেশের এক রাজনৈতিক জনসভায় এই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মধ্যপ্রদেশের দামোহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘২০১৪ সালের পর ভারত বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। ব্রিটেনকে পিছনে ফেলে দিয়েছে, যারা আমাদের দেশ ২০০ বছর ধরে শাসন করেছে। আমার তৃতীয় মেয়াদে আমি দেশের অর্থনীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে যাব।’
প্রধানমন্ত্রী আরও বলেন, মাটি থেকে মহাকাশ, সর্বক্ষেত্রে ভারত প্রশংসা কুড়িয়েছে। তিনি বলেন, ‘আজ সারা বিশ্ব ভারতের প্রশংসা করছে। ভারতের চন্দ্রযান-৩ পৌঁছেছে যেখানে অন্য কোনও দেশ পৌঁছায়নি। ভারতে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনের কথা সবার মুখে মুখে। আমাদের ক্রীড়াবিদরা প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে।’
জনসভায় এদিন প্রধানমন্ত্রী কংগ্রেসকে নিশানা করে বলেন, ‘২০১৪ সালে যখন বিজেপি ক্ষমতায় আসে, সেই সময় আমি কংগ্রেসের দুর্নীতির যন্ত্রের সমস্ত টায়ার পাংচার করছি।’
মোদী বলেন, ‘আমরা আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইলের একটি ‘ত্রিশক্তি’ তৈরি করেছি যা কংগ্রেসের দুর্নীতিবাজ মেশিন সহ্য করতে পারেনি’।
কংগ্রেসের বিরুদ্ধে তার আক্রমণ তীব্র করে প্রধানমন্ত্রী মোদী বলেন,’কংগ্রেসের থেকে সাবধান থাকার হবে। তারা সেই দল যে গরিবদের অর্থ কেড়ে নেয়, কেলেঙ্কারীতে লিপ্ত হয় এবং চেয়ারের জন্য সমাজকে বিভক্ত করে। কংগ্রেসের কাছে রাষ্ট্র ও জাতির উন্নয়ন গুরুত্বপূর্ণ বিষয় নয়।’
(পড়তে পারেন। উঠল নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ, ‘যা ইচ্ছে করুন’, ইয়র্কারে ছক্কা হাঁকানোর চেষ্টায় মোদী)
তিনি নাম না করে কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করে বলেন,’কংগ্রেস সভাপতি রিমোট দ্বারা নিয়ন্ত্রিত। তিনি অনেক কিছু করতে পারেন না। যখন রিমোট কাজ করে, তখন তিনি সনাতনকে (ধর্ম) গালি দেন। গতকাল, যখন রিমোট কাজ করছিল না তখন তিনি পাণ্ডবদের কথা বলেছিলেন। তিনি বলেন যে বিজেপিতে পাঁচটি পাণ্ডব আছে। আমরা গর্বিত যে আমরা পাণ্ডবদের দেখানো পথে হাঁটছি।’
সমাবেশে প্রধানমন্ত্রী জানান, দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়াই জারি থাকবে। তিনি বলেন, ‘আমাদের (বিজেপি) কাজ দেশের ধন লুট করা নয়, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের লক্ষ্য ভোট পাওয়ার নয়, দেশবাসীকে আরও সক্ষম করে তোলা।’
প্রসঙ্গত, মধ্যপ্রদেশে ২৩০টি বিধানসভা আসনে ভোট হবে আগামী ১৭ নভেম্বর। রাজ্যে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভবনা রয়েছে।