Aston Villa goalkeeper Argentine Emiliano Martinez taunts Cristiano Ronaldo – News18 Bangla

Advertisement

#লন্ডন:  শনিবার স্বপ্নের থিয়েটার ওল্ড ট্র্যাফোর্ডে আচমকা পরাজয়ের মুখ দেখল ম্যান ইউ। শেষ মুহূর্তে ব্রুনোর পেনাল্টি মিসের কারণে ম্যাচ হারতে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে। ৯২ মিনিটে পেনাল্টি নেওয়ার আগে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে চ্যালেঞ্জ জানান অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শেষ চারটে ম্যাচের মধ্যে তিনটে ম্যাচেই হারের মুখ দেখতে হয় রেড ডেভিলসকে। ২০০৯ সালের পর এই প্রথম বার অ্যাস্টন ভিলা ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ জিতল। তাও সেই ম্যানচেস্টারের বিরুদ্ধে, যাদের আছে রোনাল্ডো, ব্রুনো, পোগবার মতো মহারথী।

ভিলার কাছে হেরে ওলে অনেক সমালোচনার শিকার হচ্ছেন। কোর্টনি হাউসের হেডারে ৮৮ মিনিটে লিড পেয়ে গেছিল ভিলা। শেষ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে সুযোগ ছিল পেনাল্টির মাধ্যমে ম্যাচ ড্র করার। কিন্তু সেখানেই বাজিমাত করলেন, আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। পেনাল্টিতে ৯২ শতাংশের বেশি সাফল্যের হার ব্রুনো ফার্নান্দেজের, তাই হয়ত রোনাল্ডোর জায়গায় পেনাল্টি নিতে এলেন তার পর্তুগিজ সতীর্থ।

আরও পড়ুন – IPL 2021 RCB vs MI : বিরাট, ম্যাক্সওয়েলের ব্যাটে লড়াকু রান আরসিবির

পেনাল্টি নেওয়ার আগে এমিলিয়ানো এগিয়ে এসে রোনাল্ডোকে উদ্দেশ্য করে মন্তব্য করলেন, যদি গোল চাও তাহলে সতীর্থকে এগিয়ে না দিয়ে নিজে এসে পেনাল্টি নাও। মন্তব্যটি রোনাল্ডোকে উদ্দেশ্য করে করলেও, লক্ষ্য ছিল ব্রুনো ফার্নান্দেজ। কথাটি শোনার পর নিজের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছিলেন ব্রুনো, তিনি শট নিয়ে বল সোজা মারেন গ্যালারিতে। শট না বাঁচালেও, সতীর্থরা এসে জড়িয়ে ধরলেন এমিকে।

মানসিক যুদ্ধে তিনি পরাজিত করেছেন অভিজ্ঞ একজন পেনাল্টি টেকারকে। তার সাফল্য এখানেই। ২০২১ এ মেসিদের ঐতিহাসিক কোপা আমেরিকা জয়ের অন্যতম স্তম্ভ ছিলেন এমিলিয়ানো। সেমি ফাইনালে পেনাল্টি শুটআউটে তিনি ছিলেন নায়ক। ইয়েরি মিনার পেনাল্টি আটকে তার নাচ খুব ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। এই কোপাতেই সোনালী গ্লাভসটাও তিনিই পেয়েছিলেন।আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পিছনে মেসির থেকেও বেশী কার্যকরী ভূমিকা পালন করেছিলেন মার্টিনেজ।

Published by:Rohan Chowdhury

First published:

Tags: Cristiano Ronaldo, EPL

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।