দীপাবলির দিনে মুক্তি পেতে চলেছে ‘টাইগার থ্রি’। আগেই মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম গান ‘লেকে প্রভু কা নাম’। এ বার মুক্তি পেল ছবিটির দ্বিতীয় গানের ঝলক। অরিজিৎ সিংয়ের কণ্ঠে এই প্রেমের গানটি যেন এক আলাদা মাত্রা পেয়েছে। সেই সঙ্গে নজর কেড়েছে সলমন-ক্যাটারিনার দুর্দান্ত রসায়ন।
‘টাইগার থ্রি’ ছবির মুক্তিপ্রাপ্ত প্রথম গানটিও অরিজিতেরই গাওয়া। আর ‘লেকে প্রভু কা নাম’ কিন্তু সম্পূর্ণ রূপে বেশ মশলাদার নাচের একটি গান। তবে দ্বিতীয় গানটি জুড়ে যেন ছড়িয়ে পড়েছে প্রেমের রেশ। যদিও গানটির অফিসিয়াল ভিডিও এখনও শেয়ার করা হয়নি। তবে লিরিক্যাল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে তা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বরাবরই এই স্পাই ইউনিভার্স ফিল্মের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে দেখা গিয়েছে যশরাজ ফিল্মসকে। যার জেরে ভক্তদের মনে আলাদাই একটা কৌতূহল এবং উন্মাদনা তৈরি হয়। আবার ‘টাইগার থ্রি’-র দ্বিতীয় গান ‘রুয়াঁ’ দেরি করে প্রকাশ্যে আনার কৌশল গ্রহণ করেছেন আদিত্য চোপড়া। মনে করা হচ্ছে, কোনও গুরুত্বপূর্ণ প্লট ট্যুইস্ট গোপন করতেই এই সিদ্ধান্ত নির্মাতাদের। এবার সেটা কী ট্যুইস্ট, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও ক’টা দিন।
‘রুয়াঁ’ গানের যেটুকু ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে, তাতে ফুটে উঠেছে টাইগার-জোয়া থুড়ি সলমন-ক্যাটারিনার দারুণ রসায়ন। প্যাস্টেল রঙা গাউনে নিষ্পাপ সারল্যে ভরা মুক্তো ঝরানো হাসিতে ক্যাটারিনাকে যেন স্বপ্নের মতো দেখাচ্ছে! আর অন্য দিকে টাক্সিডো স্যুটে অনবদ্য সলমনও! দু’জনের রসায়নে মন ভরবে ভক্তদের।
আরও পড়ুন: দুই ঝুটি, কপালে টিপ! গান থেকে অভিনয়, ছবির এই খুদে এখন মস্ত তারকা, বলুন তো ইনি কে
আরও পড়ুন: বিয়ের বাকি এক মাস! আইবুরোভাতে মজে সন্দীপ্তা, মাটন, পোলাও… আর কী কী উঠছে পাতে
সংবাদমাধ্যমের একটি বিবৃতিতে ছবির পরিচালক মণীশ শর্মা বলেন, “এই ছবিতে টাইগার এবং জোয়ার বেশ ব্যক্তিগত মুহূর্ত এবং গভীর সম্পর্কের বুনট দেখা যাবে। আর ‘রুয়াঁ’ গানটি যেন সেই সুন্দর সম্পর্কের কথাই বলবে। আর দারুণ ভাবে তাঁদের রসায়ন গানটির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আসলে ভক্তরা এই বিষয় এবং মুহূর্তটাকে যেভাবে উপলব্ধি করতে চান, ঠিক সেভাবেই আমরা তা রাখার চেষ্টা করেছি।”
প্রসঙ্গত, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির বহু প্রতীক্ষিত তৃতীয় ইনস্টলমেন্টে সলমন-ক্যাটারিনার পাশাপাশি দেখা যাবে ইমরান হাসমিকেও। তবে এখানে তিনি অভিনয় করবেন খল চরিত্রে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Bollywood News, Katrina kaif, Salman Khan