বাদশার জন্মদিনের পার্টির অতিথি! বলিউড তারকাদের চোখের মণি ওরি, তিনি আসলে কে জানেন – News18 Bangla

Advertisement

হামেশাই স্টার-কিডদের সঙ্গে দেখা যায় তাঁকে। এমনকি বড় বড় পার্টিতেও তাঁর অবাধ গতিবিধি! দিন কয়েক আগে জিও ওয়ার্ল্ড প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ভাবে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গেল তাঁকে। এমনকী বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিনের পার্টিতেও দেখা মিলল তাঁর। এখানে কথা হচ্ছে ওরি-র। কিন্তু কে এই ওরি? আসলে মুখচেনা হলেও অনেকেই ওরি-র আসল পরিচয় নিয়ে ধন্দে!

বলিউডের স্টার-কিড থেকে শুরু করে অভিনেত্রীদের সঙ্গে হামেশাই দেখা যায় ওরিকে। নিসা দেবগন, সুহানা খান, ভূমি পেডনেকর, সমীক্ষা পেড়নেকর, অনন্যা পাণ্ডে, করিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফ – কে নেই সেই তালিকায়! এই ওরির আসল নাম ওরহান অওয়াত্রমনি। বহু তারকারই প্রিয় পাত্র এই ওরি। নিজেকে অবশ্য ‘সোশ্যালাইট’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। ইনস্টাগ্রামে তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার। সম্প্রতি শাহরুখ খানের জন্মদিনের পার্টিতে জমকালো সাজে দেখা মিলল তাঁর। সেই ছবিই এখন ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামের পাতায়।

কিং খানের জন্মদিন উপলক্ষ্যে চেরি রেড রঙা একটি কাস্টম স্যুট বেছে নিয়েছিলেন ওরি। ঝলমলে ওই স্যুটে স্টাইলিশ অবতারে পার্টিতে নজর কেড়েছেন ওই পেজ-থ্রি তারকা। ওরি-র চেরি রেড সিক্যুইন প্যান্ট স্যুটটি ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার নিখিল কোলহে। তবে কোনও শার্ট কিংবা ইনার ছাড়াই এই স্যুট ফ্লন্ট করেছেন ওরি। এখানেই শেষ নয়, ওরির জুতোতেও রয়েছে চমক। পোশাকের সঙ্গে মানানসই ওভারসাইজড হাই হিল কালো বুট বেছে নিয়েছেন ওরি। জানা গিয়েছে, ওরির এই জুতোটি প্রদা ব্র্যান্ডের। যার মূল্য প্রায় ১.৫ লক্ষ টাকা। পোশাকের সঙ্গে সাযুজ্য রেখে চুলে জেল দিয়ে ব্যাকব্রাশ করে একটি পনিটেল বেঁধে নিয়েছিলেন ওরি।

আরও পড়ুন: বিয়ের বাকি এক মাস! আইবুরোভাতে মজে সন্দীপ্তা, মাটন, পোলাও… আর কী কী উঠছে পাতে

আরও পড়ুন: দুই ঝুটি, কপালে টিপ! গান থেকে অভিনয়, ছবির এই খুদে এখন মস্ত তারকা, বলুন তো ইনি কে

 

এর দিন কয়েক আগে জিও ওয়ার্ল্ড প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানেও চমক ছিল ওরি-র সাজে। ওই অনুষ্ঠানের জন্য একটি ভাইব্র্যান্ট স্যুট বেছে নিয়েছিলেন তিনি। নীতা আম্বানির সঙ্গে ছবিও শেয়ার করেছেন নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। এর পাশাপাশি দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর খান, সারা আলি খান, জাহ্নবী কাপুরের মতো অভিনেত্রীদের সঙ্গেও ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

First published:

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।