নয়াদিল্লি: মাতৃত্ব উপভোগ করছেন টিনা ডাবী। সেপ্টেম্বরে মা হয়েছেন এই আইএএস অফিসার। জন্ম দিয়েছেন পুত্রসন্তানের। এ বার তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর নবজাতকের ছবি প্রথম বার শেয়ার করলেন। জানালেন কী নাম রেখেছেন সদ্যোজাত পুত্রের। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে নবজাতক সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন টিনা এবং তাঁর স্বামী আইএএস অফিসার প্রদীপ গওয়ান্ডে। মাতৃত্বকালীন ছুটিতে থাকা টিনা জানিয়েছেন তাঁরা ছেলের নাম রেখেছেন নিখিল।
বিয়ের এক বছর পর নতুন অতিথি এল টিনা ও প্রদীপের সংসারে। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে টিনা জয়লসমেরের জেলাশাসকের দায়িত্বে ছিলেন। প্রথম মহিলা হিসেবে জয়সলমেরের জেলাশাসকের ভূমিকা পালন করেন টিনা। আরও বহু দিক দিয়ে ইতিহাসে মাইলফলকের সাক্ষী ২০১৫ সালের এই আইএএস অফিসার। ২০১৫ সালে আইএএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন টিনা ৷ দলিত সম্প্রদায় থেকে তিনিই প্রথম এই পরীক্ষায় প্রথম স্থান পান ৷ পাশাপাশি, এক জন মহিলা হিসেবেও এই নজির তিনিই প্রথম স্থাপন করেন ৷ টিনার প্রথম স্বামী ছিলেন আইএএস অফিসার আথার আমির খান ৷ ২০১৫ সালে ইউপিএসসি পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান পেয়েছিলেন ৷ টিনা ও আমিরের দু’ বছরের দাম্পত্য ভেঙে যায় ২০২১-এ ৷
এর পর টিনা বিয়ে করেন সরকারি আইএএস প্রদীপ গওয়ান্ডেকে। টিনার মতো প্রদীপও রয়েছেন প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে৷ জানা গিয়েছে অতিমারি পরিস্থিতি মোকাবিলার সময়ে দু’জনের আলাপ৷ গত বছর এপ্রিলে ঘরোয়া অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন তাঁরা৷ দক্ষ প্রশাসক টিনা সমাজমাধ্যমেও সক্রিয় ও জনপ্রিয়। স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া থেকে শুরু করে সাধভক্ষণ অনুষ্ঠানের মুহূর্তের ছবি তিনি পোস্ট করেছিলেন সমাজমাধ্যমে। অনুরাগীদের শুভেচ্ছা স্রোতে ভেসে গিয়েছে তাঁর ছবি। সেরকমই টিনার পুত্রসন্তানের ছবি দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। তবে সন্তানের মুখের অংশ এখনও প্রকাশ করেননি টিনা। সোশ্যাল মিডিয়ায় নবজাতকের মুখ আড়াল করেছেন ইমোজি দিয়ে।
জয়সলমেরের জেলাশাসক পদে কর্মরত অবস্থায় একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ করেছেন তিনি। তিন মাসের জন্য ‘জয়সলমের শক্তি লেডিস ফার্স্ট’ প্রকল্প বিশেষ সাড়া ফেলেছিল মহিলাদের মধ্যে।
টিনার দ্বিতীয় বিয়ের পর পরই তাঁর প্রাক্তন স্বামী আথার আমির নিজের বাগদানের ছবি শেয়ার করেন সামাজিক মাধ্যমে ৷ তাঁর দ্বিতীয় স্ত্রী মেহরীন কাজী পেশায় চিকিৎসক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IAS officer, IAS Tina Dabi, Tina Dabi