ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর পুরুষদের জন্য গর্ভনিরোধকের ক্লিনিক্যাল ট্রায়ালে মিলল ৯৯ শতাংশ সাফল্য। রিসাগ নামের এই নন-হরমোনাল ইনজেকশনযোগ্য গর্ভনিরোধক গর্ভাবস্থা প্রতিরোধে সফল হয়েছে। ৩০৩ জন পুরুষের মধ্যে একটি ক্লিনিক্যাল ট্রায়াল হয়, যাতে ৯৯ শতাংশ সাফল্য মিলেছে। পুরুষদের জন্য এটিই প্রথম সফল গর্ভনিরোধক, যা দীর্ঘ সময় সঙ্গীর গর্ভধারণকে আটকাতে পারে। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। অচিরেই হয়তো বাজারে আসবে পুরুষদের জন্য দীর্ঘস্থায়ী এই গর্ভনিরোধক ইঞ্জেকশন।
এই গর্ভনিরোধক বাজারে এলে, শুধু নারীরা নয়, পুরুষরাও গর্ভনিরোধক নিতে পারবেন। এই প্রথম পুরুষরাও অবাঞ্ছিত গর্ভধারণ রোধ করতে পারবেন। গত ৭ বছর ধরে ICMR পুরুষদের গর্ভনিরোধক নিয়ে গবেষণা করেছিল, অবশেষে মিলল সাফল্য। ICMR-এর তৈরি পুরুষ গর্ভনিরোধক ইনজেকশনটিকে নিরাপদ, কার্যকর এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
RISUG নামের এই ইনজেকশন একটি নন-হরমোনাল ইনজেকশনযোগ্য গর্ভনিরোধক। শুক্রাণুর এই বিপরীতমুখী বাধা (RISUG) নিরাপদ এবং কার্যকর। পুরুষের পাশাপাশি মহিলাদের উপরও পার্শ্বপ্রতিক্রিয়া পরীক্ষা করা হয়। এর জন্য যে-সব পুরুষকে এই ইনজেকশন দেওয়া হয়েছিল, তাঁদের স্ত্রীদের-ও চেকআপ করা হয়, যার রিপোর্টে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। বিজ্ঞানীরা বলছেন, ১৩ বছর পর্যন্ত কার্যকর থাকবে এই ইঞ্জেকশনের প্রভাব।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Male Contraceptive