AIFF: বিশ্বকাপের কোয়ালিফায়ারের দল ঘোষণা ভারতের, ২৮ জনের মধ্যে বাঙালি মাত্র ১ জন!

Advertisement

নতুন বছরের শুরুতেই এএফসি এশিয়ান কাপের ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। এই মুহূর্তে সুনীল ছেত্রীদের প্রধান টার্গেট সেই দিকেই। তবে তার আগে বিশ্বকাপের বাছাই পর্ব ও এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে হবে ভারতকে। আর সেই টুর্নামেন্টের জন্য জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলেন দলের হেড কোচ ইগর স্টিম্যাচ। তবে উল্লেখযোগ্য ব্যাপার এটাই যে এই সিনিয়র এবং জুনিয়রদের দবে জায়গা পেয়েছে মাত্র একটি বাঙালি ফুটবলার। তিনি প্রীতম কোটাল বা রহিম আলি নন। তিনি হলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। যদিও এই দলে বাঙালি না থাকলেও, মোহনবাগান, ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত ফুটবলাররা সুযোগ পেয়েছেন ভারতীয় দলে।

জানা গিয়েছে, ১৯ নভেম্বর প্রথম ম্যাচ কুয়েত সিটির জাবের আল-আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত খেলতে নামবে কুয়েতের বিরুদ্ধে এবং পরবর্তী ম্যাচ, ২১ নভেম্বর ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কাতারের মুখোমুখি হবে তারা। যদিও ৮ নভেম্বর, ভারতীয় দল দুবাই পৌছবে অনুশীলনের জন্য।

এবার দেখে নেওয়া যাক ২৮ জনের এই দলে কারা সুযোগ পেয়েছেন-

গোলরক্ষক: অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু এবং বিশাল কাইথ।

ডিফেন্ডার: আকাশ মিশ্র, লাল চুংনুঙ্গা, মেহতাব সিং, নিখিল পূজারী, রাহুল বেকে, রোশন সিং নওরেম, সন্দেশ ঝিঙ্গান এবং শুভাশিস বসু।

মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যেন্ডন ফার্নান্ডেজ, গ্লেন মার্টিন্স, লালরেংমাইয়া, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, নন্দকুমার সেকার, রোহিত কুমার, সাহাল আবদুল সামাদ, সুরেশ সিং এবং উদান্তা সিং।

ফরোয়ার্ড: ইশান পণ্ডিতা, ছাংতে, মনবীর সিং, রাহুল কেপি, সুনীল ছেত্রী এবং বিক্রম প্রতাপ সিং।

উল্লেখ্য, ডিফেন্ডার শুভাশিস বসু ‘মোহনবাগান সুপার জায়েন্টের বর্তমান অধিনায়ক। তিনি ১৩ অগস্ট ২০২০ সালে এটিকে মোহনবাগানের সঙ্গে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেছিলেন। এর আগে ‘আইএসএল’য়ে তিনি পুণে বেঙ্গালুরু ও মুম্বাইয়ের হয়েও খেলেছিলেন।

পাশাপাশি সদস্য শেষ হওয়া এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল অংশ নিলেও মোটেই ভালো পারফরম্যান্স করতে পারেনি। খালি হাতেই ফিরে আসতে হয়। সুনীল ছেত্রীদের পারফরম্যান্স নিয়ে যেমন সমালোচনা হয়েছে। ঠিক তেমনই অনেকেই লড়াকু মানসিকতার প্রশংসা করেছ। এখন দেখার বিষয় এএফসি এশিয়ান কাপের যোগ্যতা তারা অর্জন করতে পারে কিনা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।