রবিবারের জার্মানির হামবুর্গ বিমানবন্দরে এক অস্ত্রধারীর হানায় আতঙ্কের ঝড় ওঠে। ইউরোপের এই তাবড় বিমানবন্দরের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে এক ব্যক্তি অস্ত্র সমেত বিমানবন্দরে গাড়ি নিয়ে ঢুকে পড়ে। নিজের ৪ বছর বয়সী মেয়কে গাড়িতে নিয়ে ঢোকে বিমানবন্দরে। বিমান বন্দরের গেট ভেঙে গাড়ি নিয়ে ঢুকে যায় সে। যদিও ঘটনার আগে, পুলিশকে ফোন করে তার স্ত্রী ঘটনার সম্ভাবনা সম্পর্কে জানিয়েছিলেন। এদিকে, ওই গোটা পরিস্থিতি শেষমেশ শেষ হয় ১৮ ঘণ্টা।
জার্মানির বিমানবন্দরে রবিবার কার্যত ঝড় তুলে হাতে অস্ত্র নিয়ে প্রবেশ করে ওই ব্যক্তি। টানা ১৮ ঘণ্টা ধরে স্নায়ুর যুদ্ধ ধরে রেখে, তার সঙ্গে থাকা ৪ বছরের মেয়েকে উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, তার মেয়ে অক্ষত রয়েছে। এদিকে, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর পরই বিমানবন্দর বন্ধ করা হয়। বাতিল হয় বহু বিমান। সেই দিনের জন্য কোনও বিমানের উত্তরণ, অবতরণ হবে না বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বিমানবন্দরে প্রবেশ করে ওই ব্যক্তি শূন্যে ২ রাউন্ড গুলি চালান। এই তথ্য জানায়, জার্মানির নিউজ ডিপিএ। এর আগে, ওই ব্যক্তির স্ত্রী, পুলিশকে ফোন করে জানান, তাঁর মেয়েকে তাঁর স্বামী অপহরণ করেছে।
(Gaza Latest Update: গাজা দ্বিখণ্ডিত! ভূখণ্ড ঘিরেছে ইজরায়েল, জয়ী না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে, রণহুঙ্কার নেতানিয়াহুর )
(Bonus for Govt Employees: দীপাবলির আগে সরকারি কর্মীদের জন্য বোনাস! ঘোষণা কোন সরকারের? লাভবান ৮০ হাজার কর্মী )
এই গোটা ঘটনার নেপথ্যে রয়েছে এক বিচ্ছেদের ঘটনা। এক দাম্পত্য লড়াইয়ের ঘটনা। সন্তানের দায়িত্ব কে নেবেন? এই নিয়ে ওই ৩৫ বছরের ব্যক্তির সঙ্গে সংঘাত শুরু হয় তাঁর স্ত্রীর। সেই ঝগড়ার সময়ই নিজের ৪ বছরের মেয়েকে নিয়ে চলে যান ওই ব্যক্তি। তুলে নেন মেয়েকে গাড়িতে। এদিকে, উদ্বিগ্ন মা ফোন করেন পুলিশকে। জানান, তাঁর মেয়েকে তাঁর স্বামী অপহরণ করেছে। এরপরই ওই ৩৫ বছর বয়সী ব্যক্তি প্রবেশ করে বিমানবন্দরে। সঙ্গে অস্ত্র। গাড়িতে তখন তাঁর ছোট্ট মেয়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে আনা হয় মনস্তত্তবিদকে। ওই মনস্তত্তবিদের সঙ্গেই একমাত্র যোগাযোগ রাখছিল ওই অস্ত্রধারী। সেখানে এক শিশুরোগ বিশেষজ্ঞও উপস্থিত ছিলেন। শেষমেশ ১৮ ঘণ্টা পার করে এই পণবন্দি অবস্থার সমাধান হয়।