জর্জিয়া: মর্মান্তিক দুর্ঘটনায় চলে গেল চারটি প্রাণ। প্রয়াত প্রখ্যাত স্টান্টম্যান তারাজা রামসেস। বাঁচল না তাঁর তিন সন্তানও। মার্ভেল ফিল্মসের ‘ব্ল্যাক প্যান্থার’ এবং ‘অ্যাভেঞ্জার্স’-এর মতো দুনিয়া কাঁপানো ছবিতে স্টান্টম্যান হিসেবে কাজ করেছিলেন তারাজা। গত ৩১ অক্টোবর জর্জিয়া হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। মৃত্যু হল তাঁর তিন সন্তানের।
আরও পড়ুন: মুখের অতিরিক্ত মেদ নিয়ে নাজেহাল? এই ৮ উপায়ে খুব সহজেই ডাবল চিন কমবে, পাবেন টানটান মুখ!
৪১ বছরের তারাজা ছাড়া মৃত্যু হল তাঁর ১৩ বছরের মেয়ে সুনদারি রামসেস, ১০ বছরের ছেলে কিসাসি রামসেস এবং সদ্যেজাত মেয়ে ফুজিবো রামসেসের। আর এক কন্যা ৩ বছরের সাজিয়া আপাতত স্থিতিশীল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hollywood