শুভব্রত মুখার্জি- শুক্রবারেই জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে লড়াই করেও হেরে যেতে হয়েছিল ভারতীয় দলকে। ৬-৩ ফলে তাদেরকে হারিয়ে দেয় জার্মানরা। আর অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হেরে ফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। ফলে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত এবং পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণের খেলাতে মুখোমুখি হয়েছিল একে অপরের। সুলতান অফ জোহর কাপ জুনিয়র টু্র্নামেন্টের এই ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়। ম্যাচে লড়াই শেষে পেনাল্টি শুট আউটে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেছে ভারতীয় দল। মালয়েশিয়ার জহরু বহরুতে তামান দায়া হকি স্টেডিয়ামে পেনাল্টি শুট আউটে ভারত জয় পায়। এদিনের খেলার ফল ৬-৫। নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ৩-৩ ফলে। এরপরে পেনাল্টি শুট আউটের মাধ্যমে খেলার ভাগ্য নির্ধারণ করা হয়।
এ দিনের ম্যাচে প্রথমেই লিড নেয় ভারতীয় দল। প্রথম কোয়ার্টারে ১১ মিনিটে ভারতের হয়ে গোল করেন অরুন সাহানি। ৩৩ মিনিটে সেই গোল পাকিস্তানের হয়ে শোধ করে দেন সুফিয়ান খান। ৪২ মিনিটে ফের এগিয়ে যায় ভারত। সিবি পুভান্না গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন। ৫০ মিনিটের মাথায় ফের গোল করে ম্যাচে সমতা ফেরান আব্দুল কাইয়াম। ৫২ মিনিটে উত্তম সিং গোল করে ভারতের হয়ে ৩-২ করেন। তখন মনে হয়েছিল এই ম্যাচ ভারত জিতে যাবে।
কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে ৫৭ মিনিটের মাথায় পাকিস্তানের হয়ে গোল শোধ করেন শাহিদ হান্নান। এরপরেই খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানেও খেলা টাই থাকে। এরপরে ম্যাচ গড়ায় সাডেন ডেথে। যেখানে ভারতীয় গোলরক্ষক এইচ এস মোহিতের নৈপুণ্যে ভারতের পদক জয় নিশ্চিত হয়। পাক অধিনায়ক শাহিদ হান্নান নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে গোল করে দলকে ম্যাচে টিকিয়ে রাখলেও সাডেন ডেথে তাঁর পেনাল্টি শট মিস করে বসেন। ফলে ৬-৫ ব্যবধানে ম্যাচ জিতে ব্রোঞ্জ পদক পকেটে তোলে ভারতীয় দল। ভারত পুল-বি’তে অর্থাৎ নিজেদের গ্রুপে শীর্ষে থেকেই সেমিফাইনালে গিয়েছিল। যেখানে জার্মানির কাছে হারতে হয়েছিল তিনবারের চ্যাম্পিয়ন দলকে। গতবারের জেতা ট্রফি ধরে রাখতে না পারলেও এদিন তারা পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে এবং ব্রোঞ্জ পদক জিততে সফল হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।