ম্যাঞ্চেস্টার: একটু যেন থমকে গিয়েছেন শেষ দুটি ম্যাচে। না হলে এই বয়সেও কামব্যাক ইনিংসটা সাজিয়ে রাখার মত শুরু করেছিলেন তিনি। কিন্তু তিনি যখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তখন সামনে প্রতিপক্ষ যেই হোক না কেন, চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত। আজ রাতে স্প্যানিশ চ্যালেঞ্জের মুখে পর্তুগিজ তারকা। দীর্ঘ ১২ বছর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতে ফিরেই জাল কাঁপিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম তিনটি ম্যাচে চারটি গোল লেখা হয়েছিল তাঁর নামের পাশে। স্বাভাবিকভাবেই বাড়ে সমর্থকদের প্রত্যাশা।
তবে গত কয়েকটি ম্যাচে তা পূরণে ব্যর্থ সিআরসেভেন। উল্লেখ্য, সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই শূন্য হাতে ড্রেসিং-রুম ফিরতে হয়েছে সোলকজার-ব্রিগেডকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয় তাদের। পাশাপাশি লিগ কাপ থেকে বিদায় নেয় দল। হারতে হয় প্রিমিয়ার লিগেও। স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে ম্যান ইউ কোচের উপর।
এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে বুধবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ভিয়ারিয়াল ম্যাচকেই বেছে নিয়েছেন সোলকজার। গত মরশুমে ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দু’দল। ম্যারাথন টাই-ব্রেকারে জেতে স্প্যানিশ ক্লাবটি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের আসরে মাঠে নেমেছিলেন রোনাল্ডো। প্রথম ইনিংসে ভিয়ারিয়ালের বিরুদ্ধে চারবারের সাক্ষাতে একটিও গোলের দেখা পাননি তিনি। ২০০৫ ও ২০০৮ সালে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই শেষ হয় গোলশূন্যভাবে।
আরও পড়ুন – IPL 2021 RR vs RCB : টস জিতে বল করার সিদ্ধান্ত বিরাট কোহলির আরসিবি -র
যদিও রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিয়ারিয়ালের বিরুদ্ধে রোনাল্ডোর পরিসংখ্যান বেশ চমকপ্রদ। ১৫ ম্যাচে ১৩টি গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট রয়েছে তাঁর। বুধবার নজিরের ম্যাচে সেই গোলের ধারা বজায় রাখাই লক্ষ্য সিআরসেভেনের। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের আসরে সর্বাধিক ম্যাচ খেলার নিরিখে ইকের কাসিয়াসের (১৭৭) সঙ্গে একই বিন্দুতে রয়েছেন রোনাল্ডো।
ঘরের মাঠে খেলা। দর্শক সমর্থন কাজে লাগাতে চাইবে রেড ডেভিল। ব্রুনো ফার্নান্দেজ, গ্রিনউড, পল পোগবারা এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট পেতে মরিয়া থাকবেন। ভিয়ারিয়াল অত্যন্ত লড়াকু দল। দিন চারেক আগে তাদের বিরুদ্ধে আটকে গিয়েছিল রিয়েল মাদ্রিদ। রোনাল্ডো এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দলের বাকি সদস্যরা সমীহ করলেও ভয় পাচ্ছেন না স্প্যানিশ প্রতিপক্ষকে। জিতেই আজ রাতে ওল্ড ট্রাফোর্ডে থেকে ফিরতে চান তারা।
ম্যাচ শুরু – আজ রাত ১২:৩০
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cristiano Ronaldo, UEFA Champions League