Chaos outside Eden Gardens: ইডেনে বাজি পোড়ানোর সময় ভয় পেয়ে দৌড় ঘোড়ার, পড়ে গিয়ে আহত ২ পুলিশকর্মী

Advertisement

বিশ্বকাপের ম্যাচের শেষেই বিপত্তি ঘটল ইডেন গার্ডেন্সের বাইরে। আহত হলেন দুই ঘোড়সওয়ারি পুলিশকর্মী। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষে ইডেনে প্রচুর পরিমাণে আতসবাজি পোড়ানো হতে থাকে। তাতে আতঙ্কিত হয়ে পড়ে মাউন্টেড পুলিশের ঘোড়া। ভয় পেয়ে ছুটতে থাকে। সেইসময় দুই পুলিশকর্মী আহত হন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে বলে প্রাথমিকভাবে খবর মিলেছে। সেই ঘটনায় আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ ইডেনে খেলা পড়লে মাউন্টেড পুলিশ রাখা হয়। আর আতসবাজির শব্দে যে ঘোড়া ভয় পেয়ে যাবে, সেটা অবাক করার মতো কোনও বিষয় নয়। তারপরও কেন বাজি পোড়ানো হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: ICC World Cup 2023 Points Table- বাকিদের ধরা-ছোঁয়ার বাইরে গিয়ে লিগ চ্যাম্পিয়ন ভারত, দুইয়ে থাকবে কারা?

রবিবার রাত ন’টার আগেই ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষ হয়ে যায়। যে ম্যাচে প্রোটিয়াদের ২৪৩ রানে গুঁড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার শেষ উইকেট পড়ার পরই ইডেন গার্ডেন্সে আতসবাজি ফাটানো হতে থাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেইসময় ইডেনের বাইরে বিপত্তি ঘটে। মাঠের বাইরে মাউন্টেড পুলিশ মোতায়েন ছিল। আতসবাজির শব্দে পুলিশের ঘোড়াগুলি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে দৌড়াতে থাকে। তাতে আহত হন দুই পুলিশকর্মী। একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। যদিও বিষয়টি নিয়ে পুলিশের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

এমনিতে ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। টিকিটের কালোবাজারির অভিযোগে তদন্ত করছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। সেই ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অনলাইনে টিকিট বিক্রয়কারী সংস্থা এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে কলকাতা পুলিশ। এমনকী শনিবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনিকেও নোটিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পিচ মোটেও সহজ ছিল না, পরিস্থিতি সামলাতে বিরাটকেই দরকার ছিল- কোহলির স্লো রান করা নিয়ে নিন্দুকদের সমালোচনার জবাব রোহিতের

এমনিতে রবিবার ইডেনে বিশ্বকাপে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত পাঁচ উইকেটে ৩২৬ রান তোলে ভারত। জবাবে মাত্র ৮৩ রানে অল-আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তারপরই উচ্ছ্বাসে ফেটে পড়ে ইডেন। স্টেডিয়ামের বাইরে উচ্ছ্বাসে মেতে ওঠেন ভক্তরা। এক ভক্ত বলেন, ‘দক্ষিণ আফ্রিকা যেন পাড়ার ক্লাব দলের মতো খেলল। ভারতকে কখনও এরকম খেলতে দেখিনি। খুব আনন্দ করেছি।’

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।