তিনি বলিউডের বাদশা। তাঁকে এক ঝলক দেখার জন্য, তাঁর কাছ থেকে একটা প্রত্যুত্তরের অপেক্ষায় উন্মুখ থাকে জনতা। তিনি শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় #আস্কএসআরকে সেশনে ভক্তদের প্রশ্নের উত্তর দেন শাহরুখ। কিন্তু বাদশা নিজেই কি সেইসব প্রশ্নের উত্তর দেন? বহু অনুরাগীর মনেই চলতে থাকে এই প্রশ্ন। সম্প্রতি এই রহস্য থেকে নিজেই পর্দা সরালেন কিং খান।
সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই #আস্কএসআরকে সেশনের আয়োজন করেন শাহরুখ। ভক্তদের করা প্রশ্নের উত্তর দেন তিনি। তাঁর বুদ্ধিদীপ্ত উত্তর নিয়েও চর্চা চলে প্রচুর। কিন্তু এত প্রশ্নের উত্তর কি বাদশা নিজেই দেন?
আরও পড়ুন: কোমরের ঠিক ওপরে জ্বলজ্বল করছে প্রাক্তন স্বামী চৈতন্যের নাম! তবে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগছে নাগা-সামান্থার?
সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন শাহরুখ৷ শাহরুখের উত্তর দেওয়া সেই ভিডিও নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়৷
শাহরুখ জানিয়েছেন,‘‘ আমি সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সময় কাটাই না৷ তবে অনেকে আমার কাছে জানতে চান #আস্কএসআরকেতে আমি উত্তর দিই নাকি আমার টিম৷ উত্তর হল না, সব প্রশ্নের উত্তর আমি নিজেই দিই৷ কিছু ক্ষেত্রে কাজ সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে তখন আমি আমার টিমের সাহায্য নিই৷ তবে, ব্যক্তিগত সমস্ত প্রশ্নের উত্তর আমি নিজেই দিই৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Shahrukh Khan