তেল ছাড়া কী প্রদীপ জ্বলে! এমন আশ্চর্য কাণ্ড কেউ কখনও শোনেনি। লোকমুখে প্রচলিত আছে অনেক কাহিনি। কিন্তু বাস্তবে সাধারণ মানুষের পক্ষে এটা করা সম্ভব নয়। আবার কিছুই অসম্ভব নয়, প্রযুক্তির কাছে। অন্তত গত বছর থেকে তেমনই দেখা যাচ্ছে বাজারে।
আসছে দীপাবলি। ইতিমধ্যেই কলকাতার চাঁদনি চকে ভিড় জমতে শুরু করেছে। হরেক কিসিমের বাহারি আলোর বিকিকিনি চলছে। যাঁরা ঐতিহ্য মেনে প্রদীপ জ্বালাতে চান, তাঁদের জন্যও রয়েছে সম্ভার। কিন্তু নজর কাড়ছে জলে জ্বলা প্রদীপ। আজকাল প্রায় সকলেই টেবিলে সুন্দর পাত্র রেখে তাতে ফুল সাজান, সেই পাত্রেই জল রেখে ভাসিয়ে দেন মোমবাতি। সেই ধারনাতেই নতুন সংযোজন এই জলে জ্বলা প্রদীপ। শুধু কলকাতা নয়, দিল্লি-সহ দেশের প্রায় সব শহরেই বাজিমাত করেছে এই বিশেষ আলো।
আসলে এগুলি এক বিশেষ ধরনের বৈদ্যুতিক বাতি। তবে তার জন্য বিদ্যুতের সংযোগ লাগে না। বাতিতে জল ঢালার সঙ্গে সঙ্গেই তা জ্বলতে শুরু করে। নানা ধরনের আকর্ষণীয় ডিজাইনে পাওয়া যায় এই বাতিগুলি। কোনটা ফুলের আকৃতির তো কোনটা প্রদীপের মতো। এমনকী পঞ্চপ্রদীপের মতো আকারও রয়েছে।
সাধারণত বছরের এই সময় ইলেকট্রনিকের দোকানগুলির সম্ভার ভরে ওঠে রঙিন আলোয়। প্রতি বছরই কোনও কোনও নতুনত্বে থাকে চমক তৈরি করার প্রয়াস। গত বছরও ছোট ছোট মোমবাতির মতো এই আলো বিক্রি হয়েছে কলকাতায়, যা জলে ভাসিয়ে দিলেই জ্বলে। এবার সেই আলোয় এসেছে আরও বিশেষত্ব। বিশেষত, তার আকারে। আর তাতেই মন জয় করে নেওয়া গিয়েছে সকলের।
সব থেকে বড় বিষয় হল, এই বাতিগুলি একেবারে সস্তা। প্রথমত, এই বাতি জ্বালাতে তেল লাগে না। বিদ্যুৎ লাগে না। ব্যাটারিও বদলানোর প্রয়োজন হয় না। লাগবে শুধু জল। ফলে এগুলি দারুন সাশ্রয়ী। এর দামও এমন কিছু বেশি নয়। এক ডজন বাতি এখানে এক থেকে দুশো টাকায় পাওয়া যেতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diwali 2023