২ নভেম্বর, ৫৮-এ পা রেখেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। এ দিন রাতে ব্যক্তিগত পার্টি থ্রো করেছিলেন বার্থ ডে বয়। কড়া নিরাপত্তা বেষ্টনীতে অজানা এক ভেন্যুতে পার্টির আয়োজন করেছিলেন শাহরুখ। পাপারাৎজ্জি প্রবেশের অনুমতি ছিল না। বলিউডের নামীদামী তারকারা যোগ দিয়েছিলেন শাহরুখের পার্টিতে। কিং খানের পার্টির অন্দরের একগুচ্ছ ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পার্টিতে ডিজে-র ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা রণবীর সিংকে। ‘সিংঘম ৩’ অভিনেতা মিকা সিংয়ের সঙ্গে ডিজে বাজিয়েছেন এবং শাহরুখের কেরিয়ারের সবথেকে বড় হিট গানগুলি একের পর এক চালিয়েছেন। এর মধ্যে রয়েছে জওয়ানের ‘জিন্দা বান্দা’ ও ‘চালেয়া’ এবং ‘লুঙ্গি ড্যান্স’। তিনি স্ত্রী দীপিকা পাড়ুকোনকে ডেডিকেট করে ‘কভি হা কভি না’ এবং ‘আনা মেরে পেয়ার কো না তুম’ গান চালিয়েছেন। আরও পড়ুন: মেলালেন, কিং খান মেলালেন! এক পার্টিতে দীপিকা, রণবীর কাপুর, ধোনি! আর কারা এলেন
ভিডিয়োতে রণবীরকে ফুল নাচের মেজাজে মিকা সিংয়ের সঙ্গে গান বাজাতে এবং নাচতে দেখা গিয়েছে। পার্টির অন্দরের ভিডিয়ো দেখুন-
করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, রণবীর কাপুর, অমৃতা আরোরা সহ শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি এবং বলিউডের আরও অনেকে যোগ দিয়েছিলেন শাহরুখের বার্থ ডে পার্টিতে। পরিচালক অ্য়াটলি এবং ক্রিকেটার এমএস ধোনিও যোগ দিয়েছেন এই পার্টিতে। জন্মদিনে ফ্য়ানদের ‘ডাঙ্কি’র টিজার উপহার দিয়েছেন শাহরুখ।
পার্টিতে উপস্থিত ছিলেন মোনা সিংও। পার্টি থেকে কিং খানের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। জানা গিয়েছে, এসআরকে পার্টির জন্য একটি কালো পোশাক বেছে নিয়েছিলেন।