Mrunal Thakur: ‘সমস্ত ডিজাইনার স্টাইলিস্টদের কাছে ক্ষমাপ্রার্থী’, বিয়ের গুজবের মাঝে হঠাৎ এমন কেন বললেন ম্রুণাল?

Advertisement

চুপি চুপি বিয়ে করছেন ম্রুণাল ঠাকুর? তেলুগু অভিনেতার সঙ্গেই শীঘ্রই গাঁটছড়া বাঁধছেন এই জনপ্রিয় অভিনেত্রী? সম্প্রতি কানাঘুষোয় এমনটাই শোনা যাচ্ছে। আর এই কথা এবার এসে পৌঁছেছে অভিনেত্রীর কানে যে তিনি নাকি বিয়ে করে ফেলেছেন। এমন কথা প্রকাশ্যে আসার পর ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে কী জানালেন তিনি? কেনই বা সবার থেকে ক্ষমা চাইলেন?

ইনস্টাগ্রামে এসে বিয়ে নিয়ে কথা বললেন ম্রুণাল

যাঁর বিয়ে তাঁর হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই, ব্যাপারটা যেন তেমন! ম্রুণালের বিয়ে আর তিনিই নাকি জানেন না। আর বাকি দুনিয়ার সবাই জানেন। নিজের বিয়ের কথা নিজে আচমকা শুনে মশকরা করার স্কোপ মোটেই হাত ছাড়া করলেন না এই অভিনেত্রী। তিনি এদিন ইনস্টাগ্রামে এসে একটি ভিডিয়ো পোস্ট করে স্টোরিতে। সেখানেই তাঁকে তাঁর বিয়ে নিয়ে কথা বলতে শোনা যায়।

আরও পড়ুন: ‘রান্নাঘর না গুটখাবিলাস’, করওয়া চৌথের শুভেচ্ছা জানাতে গিয়ে চরম কটাক্ষের মুখে সুদীপা

আরও পড়ুন: গুটি গুটি পায়ে ৫০০ পর্ব পার অনুরাগের ছোঁয়ার, বিশেষ দিনে কাদের সঙ্গে কেক কাটলেন সূর্য-দীপারা?

সাদা কালোতে এই ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন, ‘হাই, আপনাদের সবার মন ভাঙার জন্য অত্যন্ত দুঃখিত। সমস্ত স্টাইলিস্ট, ডিজাইনার, পরিবারের সবাই, বন্ধুরা ফোন করছেন গত এক ঘণ্টা ধরে। সবাই জেনে গিয়েছেন যে আমি নাকি একজন তেলুগু ছেলেকে বিয়ে করছি। আমি জানতে চাই এই তেলুগু ছেলেটি কে? সরি, আমি ভীষণই দুঃখিত যে এটা সম্পূর্ণ গুজব। জলদিই বিয়ে হবে, ছেলে আপনারাই খুঁজে দেবেন। জায়গাও ঠিক করে দেবেন, আমি চলে যাব। ঠিক আছে?’

কিন্তু কেন আচমকা ম্রুণাল ঠাকুরের বিয়ে নিয়ে চর্চা হচ্ছে?

আল্লু অরবিন্দ কিছু দিন আগেই অভিনেত্রীকে সীতা রমন ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেওয়া সময় বলেন, ‘আমি চাই ও যেন হায়দ্রাবাদে সেটেল করে।’ অভিনেতার এই কথা শুনেই অনেকেই দুয়ে দুয়ে চার করে ভেবেছেন যে ম্রুণাল ঠাকুর বুঝি বিয়ে করতে চলেছেন শীঘ্রই।

ম্রুণাল এমনিতে বিয়ে নিয়ে কী ভাবেন?

মেড ইন হেভেনের প্রচারে এসে ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘বিয়েতে আমি বিশ্বাস করি। আমি অনেক সফল বিয়ে দেখেছি আমার চারপাশে। তবে সেই মানুষটাকেই বিয়ে করা উচিত যাঁকে আমার জন্যই তৈরি করা হয়েছে।’

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।