EBFC vs KBFC Live: লাল-হলুদ রক্ষণের হাতে হ্যারিকেন, দাইসুকে ১-০ করার পর, কেরালার দ্বিতীয় গোলটি বাতিল হল আফসাইডের জন্য

Advertisement

ঘরের মাঠে শেষ পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে ইস্টবেঙ্গল। তবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ঘরের মাঠে একটিই ম্যাচ খেলে সেটিতে জিতেছিল (১-০) লাল-হলুদ বাহিনী। এ বারের আইএসএলে শেষে তিন ম্যাচেই গোল পেয়েছে কার্লেস কুয়াদ্রাত ব্রিগেড। তবে বড় সমস্যা, শুরুতে গোল করেও সেটা ধরে রাখতে পারছে না ইস্টবেঙ্গল। লিড নিয়েও হেরে মাঠ ছাড়তে হচ্ছে। যেটা লাল-হলুদকে নিঃসন্দেহে ভাবাবে।

04 Nov 2023, 08:43:38 PM IST

রাফ গেম চলছে

৪০ মিনিট- এটি একটি রাফ গেম খেলা হচ্ছে। ইতিমধ্যেই আটটি ফাউল করা হয়েছে এবং চারটি হলুদকার্ড দেখানো হয়েছে।

04 Nov 2023, 08:42:07 PM IST

উপপসস… বাতিল কেরালার গোল

৩৪ মিনিট- কেরালা মরশুমের প্রথম ম্য়াচে প্রথমার্ধে গোল পেল। প্রথম গোলটির পর আবার দ্বিতীয়টি প্রায় পেয়ে গিয়েছিল তারা। লাল-হলুদের ভাগ্য ভালো, গোলটি অফ-সাইডের জন্য বাতিল হয়ে যায়। তবে ইস্টবেঙ্গল রক্ষণের হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়েছে কেরালা।

04 Nov 2023, 08:37:29 PM IST

গোওওওওওলললল… ১-০ এগিয়ে গেল কেরালা

৩২ মিনিট- আদ্রিয়ান লুনা একটি থ্রু বল খেলেন এবং দাইসুকে সেই বল ধরে দৌড়ে উপরে উঠে, লাল-হলুদের ফাঁকা গোল পেয়ে সহজেই ১-০ করে বেরিয়ে যান। রক্ষণের কেউ আটকাতেই পারেনি দাইসুকেকে। হতাশাজনক ডিফেন্স ইস্টবেঙ্গলের।

04 Nov 2023, 08:29:42 PM IST

হলুদকার্ড দেখলেন কেরালার প্রীতম

২৪ মিনিট- হার্ড ট্যাকেল করে হলুদকার্ড দেখল কেরালার প্রীতম কোটাল।

04 Nov 2023, 08:28:37 PM IST

হলুদকার্ড দেখলেন ইস্টবেঙ্গলের খাবরা

২২ মিনিট- আদ্রিয়ান লুনাকে ফাউল করে হলুদকার্ড দেখলেন হরমনজোৎ সিং খাবরা।

04 Nov 2023, 08:27:32 PM IST

কেরালা তুলনামূলক ভালো খেলছে

২১ মিনিট- কেরালা ভালো খেলছে। কিন্তু যখন ফাইনাল থার্ডে পাসিংয়ের ক্ষেত্রে ঘেঁটে যাচ্ছে তারা। কিছুর অভাব বোধ হচ্ছে। এদিকে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত পজিটিভ কোনও আক্রমণ করে উঠতে পারেনি।

04 Nov 2023, 08:22:07 PM IST

ফের কর্নার পেল কেরালা

১৬ মিনিট- কেরালা কর্নার পায়। তবে বিশেষ সুবিধা করতে পারেনি। ইস্টবেঙ্গল বল ক্লিয়ার করে দেয়। মহেশ প্রতি আক্রমণে ওঠেন। তবে থামিয়ে দেয় কেরালা।

04 Nov 2023, 08:20:36 PM IST

হলুদকার্ড দেখলেন কেরালার প্লেয়ার

১১ মিনিট- ইস্টবেঙ্গলের প্লেয়ারকে ফাউল করে কেরালার দানিশ ফারুক হলুদকার্ড দেখলেন। 

04 Nov 2023, 08:17:57 PM IST

উইং দিয়ে খেলার চেষ্টা কেরালার, লাল-হলুদর অস্ত্র প্রতি আক্রমণ

১০ মিনিট- কেরালা উইং দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করছে। এবং বল ক্রস করার চেষ্টা করছে তবে গোলের সামনে তাদের আরও তৎপর হতে হবে। অন্যদিকে ইস্টবেঙ্গল কাউন্টার আক্রমণের উপর নির্ভর করছে।

04 Nov 2023, 08:10:12 PM IST

চলছে শেয়ানে শেয়ানে কোলাকুলি

৫ মিনিট- কেরালা একটি কর্নার নেয়। আর সেটা সোজা কিপারের গ্লাভসে ধরা পড়ে। পাল্টা কাউন্টার অ্যাটাকে ওঠে ইস্টবেঙ্গল। কিন্তু একটা ভুল পাস পুরো আক্রমণে ওঠাটাই নষ্ট করে দিল।

04 Nov 2023, 08:01:46 PM IST

খেলা শুরু

ইস্টবেঙ্গল-কেরালা ব্লাস্টার্সের মধ্যে ম্যাচ শুরু। লাল-হলুদ কি পারবে ঘরের মাঠে জয়ের পথে ফিরতে?

04 Nov 2023, 07:41:33 PM IST

কেরালা ব্লাস্টার্সের একাদশ

04 Nov 2023, 07:41:07 PM IST

ইস্টবেঙ্গলের একাদশ

04 Nov 2023, 07:33:07 PM IST

আইএসএলে কেরালা ব্লাস্টার্সের অবস্থান

ইস্টবেঙ্গলের তুলনায় শুরুটা বেশ ভালো হয়েছে কেরালা ব্লাস্টার্সের। পাঁচ ম্যাচের মধ্যে তারা তিনটিতেই জিতেছে। একটি ড্র করেছে। একটি ম্যাচ হেরেছে। ১০ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে কেরলের দলটি।

04 Nov 2023, 07:33:08 PM IST

লিগ টেবলে লাল-হলুদের অবস্থান

এখনও পর্যন্ত আইএসএলের চার ম্যাচ খেলে একটিতে জিতেছে ইস্টবেঙ্গল। একটি ম্যাচ ড্র করেছে। বাকি দুই ম্যাচ তারা হেরেছে। চার পয়েন্ট নিয়ে লিগ টেবলে আপাতত নয়ে রয়েছে কার্লেস কুয়াদ্রাত বাহিনী।

04 Nov 2023, 07:33:08 PM IST

চলতি আইএসএলে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স

মরশুমের শুরুটা ইস্টবেঙ্গল খারাপ করেনি। তাই তাদের নিয়ে ইন্ডিয়ান সুপার লিগেও ভালো ফলেরই প্রত্যাশায় ছিলেন ইস্টবেঙ্গল সদস্য-সমর্থকরা। আইএসএলের শুরুতে প্রথম ম্যাচ ড্র করলেও, দ্বিতীয় ম্যাচে অনবদ্য জয় ছিনিয়ে নেয় লাল-হলুদ। তবে এর পর টানা দুই ম্যাচে হার। মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ তারা খেলেছিল বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। দুর্দান্ত পারফর্ম করলেও, হেরেই মাঠ ছাড়তে হয়েছিল ইস্টবেঙ্গলকে। দীর্ঘ বিরতির পর এফসি গোয়ার বিরুদ্ধে নেমেও হারতে হয় তাদের। লিড নিয়েও হেরে খালি হাতে ভুবনেশ্বর থেরে ফিরেছিল ইস্টবেঙ্গল। হোম ম্যাচ হলেও, পুজোর কারণে ভুবনেশ্বরে খেলতে হয়েছিল লাল-হলুদকে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ঘরের মাঠে আজ ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।