#ওল্ড ট্রাফোর্ড: ৯৫ মিনিটে দুরন্ত গোল করে ম্যানচেস্টার ইউনাইটেড অবিশ্বাস্য জয় এনে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo’s scores last minute goal against Villareal)৷ সবাই যখন ধরে নিয়েছেন এক পয়েন্ট নিয়েই ভিলারিয়ালের (Manchester United vs Villareal) বিরুদ্ধে ওল্ড ট্রাফোর্ডে এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হবে ম্যান ইউ-কে, তখনই জ্বলে উঠলেন সিআর সেভেন (Cristiano Ronaldo)৷ কারণ ফুটবল মাঠে এমন অসম্ভবকে হয়তো তিনিই সম্ভব করতে পারেন৷
এ দিন চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ইতিহাসে নতুন নজির তৈরি করলেন রোনাল্ডো৷ ভিলারিয়েলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১৭৮ নম্বর ম্যাচ খেলতে নেমেছিলেন পর্তুগিজ মহাতারকা (Cristiano Ronaldo)৷ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কোনও ফুটবলার এতগুলি ম্যাচ খেলেননি৷ আর ইতিহাস তৈরি করার ম্যাচটি সাদামাটা ভাবে শেষ করতে চাননি সিআর সেভেন৷
আরও পড়ুন: পোর্তোকে ৫ গোলে বিধ্বস্ত করল দুরন্ত লিভারপুল
গোটা ম্যাচে সেভাবে কিছু করতে না পারলেও একেবারে শেষ মুহূর্তে দলকে তিন পয়েন্ট এনে দিলেন তিনি৷ গোলের পর উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে গ্যালারিতে জার্সি ছুড়ে দিয়ে হলুদ কার্ডও দেখতে হল তাঁকে৷
Make sure you watch until the end… 😉✨#MUFC | #UCL
— Manchester United (@ManUtd) September 29, 2021
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Champions League, Cristiano Ronaldo