actress vidya balan rushes to kolkata to pay her last tribute to director gautam haldar – News18 Bangla

Advertisement

কলকাতা: প্রয়াত পরিচালক গৌতম হালদারের বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে এলেন অভিনেত্রী বিদ্যা বালন। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র কৃষ্ণা চক্রবর্তী-সহ আরও বিশিষ্ট মানুষ।

শুক্রবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বিশিষ্ট চিত্রপরিচালক গৌতম হালদার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭। বিদ্যার অভিনয় জগতে হাতেখড়ি গৌতম হালদারের হাত ধরে। পরিচালকের ‘ভালো থেকো’ ছবিটিই ছিল বিদ্যার কেরিয়ারের প্রথম ছবি। শুক্রবার বিদ্যা যখন গৌতম হালদারের মৃত্যুর খাবর পান, তখন তিনি মুম্বইয়ে। কিন্তু ‘গুরু’কে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন কলকাতায়। শুক্রবার সন্ধ্যায় বিদ্যা যখন কলকাতায় পা রাখলেন তখন বৃষ্টি শুরু হয়েছে। টিপটিপ করে বৃষ্টি। বিদ্যার চোখেও জল। সন্ধ্যা ৬.৪৫ নাগাদ পরিচালকের সল্টলেকের বাসভবনে পৌঁছন বিদ্যা বালান। পরনে সাদা সালোয়ার-কামিজ, চোখে কালো রাতচশমা। ৭.৩০টা নাগাদ গৌতমের মরদেহ বাড়ির বাইরে আনা হয়।

শুক্রবার নিজের প্রথম ছবির পরিচালকের মৃত্যুসংবাদ শোনা মাত্রই সমস্ত কাজ বাতিল করে কলকাতা আসার পরিকল্পনা করেন বিদ্যা  বালন৷ পরিচালক গৌতম হালদারের শেষকৃত্যে উপস্থিত থাকতে ছুটে আসেন অভিনেত্রী৷  ২০০৩ সালে এই পরিচালকের ছবিতেই প্রথম নজর কাড়েন বিদ্যা বালন৷ ছবিতে আনন্দীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।  ছবিটি সেরা অডিয়োগ্রাফি, সেরা সিনেমাটাগ্রাফির জাতীয় পুরস্কার-সহ বিশেষ জুরি পুরস্কারও জিতেছিল।

Published by:Rukmini Mazumder

First published:

Tags: Gautam Haldar

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।