সাপের বিষ নিয়ে পার্টি! বিগ বস জয়ী এলভিশকে আটক করল পুলিশ, সাফাইয়ে হল না কাজ Elvish Yadav Detained In Kota Taken In For Questioning In Connection With Snake Venom Case – News18 Bangla

Advertisement

কোটা: বিগ বস ওটিটি সিজন 2 বিজয়ী এবং ইউটিউবার এলভিশ যাদব শনিবার রাজস্থানের কোটায়  ধরা পড়েন পুলিশের হাতে। রাজস্থানের কোটা পুলিশ তাঁকে আটক করেছে। এলভিশের বিরুদ্ধে নয়ডায় বেআইনিভাবে একটি রেভ পার্টির আয়োজন করা এবং তাতে সাপের বিষ ব্যবহার করার অভিযোগ রয়েছে।

রাজস্থানে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিভিন্ন এলাকায় চেকপয়েন্ট করেছে পুলিশ। কোটা এলাকায় একটি চেক পয়েন্ট মোতায়েন করেছিল পুলিশ। সেই সময়ে একটি গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ কর্মীরা বুঝতে পারেন সেখানে বসে আছেন এলভিশ যাদব। তারপর তাকে আটক করে পুলিশ। হেফাজতে নিয়ে বিখ্যাত এই ইউটিউবারকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাজস্থান পুলিশের ডিজিপি উমেশ মিশ্র জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ শেষে এলভিশকে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি নয়ডা পুলিশকে সে কথা জানানো হয়েছে।

নয়ডা পুলিশ জানিয়েছে, তাদের কাছে এ বিষয়ে কোনও তথ্য নেই। রাজস্থান পুলিশের পদক্ষেপের কথা তারা জানে না। বর্তমানে, তাদের এলভিশের হেফাজতের প্রয়োজন নেই। তদন্ত এখনও চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ‘ক্ষমা চাওয়ার জন্যও প্রস্তুত থাকুন’! মানেকা গান্ধির অভিযোগের জবাবে ‘হুঙ্কার’ এলভিশের

আরও পড়ুন: কিনতেন সাপ, সাপের বিষ! FIR-এ বিগ বস জয়ীর নাম, কী করতেন এসব নিয়ে, শিউরে ওঠা তথ্য

এলভিশ একজন গায়ক। হরিয়ানার গুরগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পেশাগতভাবে, এলভিশ যাদব একজন ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া তারকা। তাঁর ইউটিউব চ্যানেলে বর্তমানে প্রায় ১৪.৫ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। এলভিশ যাদব ভ্লগস নামে তাঁর আরেকটি ইউটিউব চ্যানেলে রয়েছে প্রায় ৭.৫ মিলিয়ন সাবস্ক্রাইবার। যাদব ইনস্টাগ্রামেও সক্রিয় এবং ১৬ মিলিয়নেরও বেশি অনুগামী তাঁর।

Published by:Sanchari Kar

First published:

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।