চণ্ডীগড়: অমরিন্দর সিং বিরক্ত ! না ক্যাপ্টেন অমরিন্দর সিং নয়, তিনি ভারতীয় দলের ফুটবলার অমরিন্দর (Indian Footballer Amrinder Singh) ৷ এই ক’দিন ভুল করে হলেও প্রচুর মানুষ ট্যুইটারে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁকে ট্যাগ করে গিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং (Ex Punjab CM Captain Amrinder Singh) ভেবে ৷ বেশ ক’দিন দেখার পর আর চুপ করে থাকতে পারেননি তিনি ৷ ট্যুইট করে বললেন, ‘‘প্রিয় নিউজ মিডিয়া এবং সাংবাদিকরা আমি অমরিন্দর সিং, ভারতীয় ফুটবল দলের গোলকিপার, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী নই ৷ প্লিজ আমায় ট্যাগ করা বন্ধ করুন !’’
আরও পড়ুন- স্টেজে দাঁড়িয়ে মাইকে স্লোগান দিচ্ছিলেন, তারপরেই ধপাস ! হুড়মুড়িয়ে পড়লেন এই নেতা, দেখুন ভাইরাল ভিডিও
Dear News Media, Journalists, I am Amrinder Singh, Goalkeeper of Indian Football Team 🇮🇳 and not the Former Chief Minister of the State Punjab 🙏😂 Please stop tagging me.
— Amrinder Singh (@Amrinder_1) September 30, 2021
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amrinder Singh