ভেঙ্কটেশ্বর লাহিড়ী, রায়পুর: শুক্রবার ভোট প্রচারে গিয়ে ছত্তিশগড়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যারা নিজেদের ক্ষমতা কিংবা আর্থিক সামর্থ্যের কারণে অযোধ্যায় রাম মন্দির দর্শন করতে পারবেন না ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় এলেই তাঁদের রামলালার দর্শনের জন্য নিখরচায় রাম দর্শন যোজনা চালু করবে বিজেপি সরকার ।
কংগ্রেসকে তীব্র নিশানা করে ছত্তিশগড়ের বাঙালি তথা অন্যান্য ভোটারদের উচিত শিক্ষা দেওয়ার কথা জানিয়ে ছত্তিশগড়ে ভোট প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারীর মুখে শুক্রবার “কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বিজেপি ঘরে ঘরে।” এই স্লোগানও শোনা যায়। শুভেন্দু অধিকারী নিজের বক্তব্যে বেশিরভাগ সময়ই বাংলায় এবং কিছুটা হিন্দিতে বক্তব্য রাখেন। ছত্তিশগড়ে ভোট প্রচারে গিয়ে পরিবর্তনের পক্ষে জোর সওয়াল করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন-নারায়ণ মূর্তির ৭০ ঘণ্টা কাজের বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক; তার মাঝেই হাইব্রিড ওয়ার্ক মডেলকে স্বাগত জানানোর কথা বললেন আরেক শিল্পপতি
ছত্তিশগড়ের কংগ্রেস সরকার তথা কংগ্রেসকে তীব্র নিশানা করার পাশাপাশি একই সঙ্গে তিনি দাবি করলেন যে, ত্রিপুরার মতো ছত্তিশগড়ের বাঙালিরাও বিজেপিকেই ভোট দেবেন। দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের নির্দেশে একদিনের সফরে ভোট প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, এঁরা প্রত্যেকেই দেশকে দু’ভাগ নয়, ছাব্বিশ ভাগ করতে চান। ছত্তিশগড়ের মানুষজন যন্ত্রণার কথা জানেন। ছত্তিশগড়ে যে সমস্ত বাঙালি অধ্যুষ্যতা এলাকা রয়েছে সেই সমস্ত এলাকার মানুষজন বিজেপিকেই এবার ভোট দেবেন। নকশাল আন্দোলনকে প্রশ্রয় দেওয়ায় এখানকার মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। এখানকার মানুষজন পরিবারবাদ, দুর্নীতি এবং তোষণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চান। ছত্তিশগড়ে এবার বিজেপি সরকার হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।’’
আরও পড়ুন-ক্রিকেটেই হয়তো গড়তেন কেরিয়ার, কিন্তু আচমকাই বদলে গেল সবটা; অনুপ্রেরণা জোগাবে এই আইপিএস অফিসারের সাফল্যের কাহিনি
ভোট প্রচারে শুভেন্দু দাবি করেন, ‘‘ছত্তিশগড়ে আমার সভায় যে লোক হয়েছিল এখানকার মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সভায় তার তিন ভাগের এক ভাগও লোক হয়নি। এর থেকেই স্পষ্ট মানুষ আর কংগ্রেসকে চাইছে না।’’ ৯০ টি বিধানসভার মধ্যে ২০টি বিধানসভা কেন্দ্রের বাঙালিরা নির্ণায়ক ভূমিকা নিয়ে এবার ছত্তিশগড়ে বিজেপির জয় নিশ্চিত করবে বলেও আশাবাদী শুভেন্দু অধিকারী।
বলা বাহুল্য, এদিন ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে শুভেন্দু অধিকারী পৌঁছতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় বিজেপি নেতৃত্ব। এরপর দলীয় প্রার্থীদের নিয়ে জনসভা থেকে জনসংযোগে দিনভর ঠাসা কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু। অনেক জায়গাতেই পুষ্পবৃষ্টি-সহ বরণ করে শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনা জানান স্থানীয় বাসিন্দারা। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দুকে দেখা গেল জনতার মাঝে মিশে গিয়ে করলেন জনসংযোগ। নিজে হাতে বিলি করলেন দলের ভোট প্রচারপত্রও। বাংলার বিরোধী দলনেতাকে ভিন রাজ্যের ভোট প্রচারের ময়দানে নামিয়ে মূলত বাঙালিদের মন পাওয়ার কৌশলে রাজনৈতিকভাবে কতটা লাভবান হয় গেরুয়া শিবির, তার উত্তর দেবে সময়ই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ayodhya Ram Mandir, Ram Mandir, Suvendu Adhikari