মুম্বই: টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ ৷ এবার টিম ইন্ডিয়ার ফোকাস পুরোটাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন সিরিজে (India vs New Zealand) ৷ শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদের বিরুদ্ধে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ প্রথম টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে ৷ দ্বিতীয় টেস্টে খেলবেন বিরাট কোহলি ৷ সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন চেতেশ্বর পূজারা (India’s squad for Tests against New Zealand announced) ৷
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে সেভাবে কোনও চমক নেই ৷ দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে এসেছেন শ্রীকর ভরত ৷ কারণ বিশ্রাম দেওয়া হয়েছে ঋষভ পন্থকে ৷ দুই টেস্টেই কিপারের ভূমিকায় ঋদ্ধিমান সাহাকেই দেখতে পাওয়ার কথা ৷ দ্বিতীয় কিপার হিসেবে স্কোয়াডে এসেছেন ভরত ৷ রোহিতকে দুই টেস্টেই বিশ্রাম দেওয়ার পাশাপাশি কোহলি দ্বিতীয় টেস্টে খেলবেন, এ কথা এদিন জানান জয় শাহ ৷ অর্থাৎ শুধুমাত্র প্রথম টেস্টেই অধিনায়কের ভূমিকায় দেখা যাবে রাহানেকে ৷
ICYMI: Here’s India’s squad for the 2⃣-match #INDvNZ Test series 🔽#TeamIndia pic.twitter.com/gQcaKa1YWS
— BCCI (@BCCI) November 12, 2021
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajinkya Rahane, Indian Team