#পানাজি: প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার থেকে শুনেই ভারতীয় ফুটবলে আসার চ্যালেঞ্জ নিয়েছেন বর্তমান লাল-হলুদ ম্যানেজার মানলো ডিয়াজ। ডায়েট চার্ট তিনি পাঠিয়ে দিয়েছিলেন আগেই। আক্রমণ এবং রক্ষণ ব্যালেন্স করে খেলাই তার ট্রেডমার্ক। সেই বুঝেই বিভিন্ন পজিশনে ফুটবলার রিক্রুট হয়েছে। নিয়মানুবর্তিতা এবং মাঠে হার না মানা মনোভাব ভীষণ পছন্দ নতুন কোচের। যদিও গোয়া পৌঁছে গেলেও এই মুহূর্তে অনুশীলন শুরু করতে পারবেন না রিয়াল মাদ্রিদ যুব দলের প্রাক্তন কোচ মানলো।
আট দিন বাধ্যতামূলক কোয়রান্টিনে থাকতে হবে সকলকে। গত মরশুমে টিম হোটেল থেকে অনুশীলন মাঠের দূরত্ব বেশি থাকায় যাতায়াতে অনেক সময় নষ্ট হয়েছিল। এবার টিম হোটেলের কাছেই মাঠের ব্যবস্থা করেছেন এসসি ইস্টবেঙ্গলের কর্তারা। অষ্টম আইএসএলে লাল-হলুদের প্রথম ম্যাচ ২১ নভেম্বর। তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। দ্বিতীয় ম্যাচেই প্রতিপক্ষ এটিকে মোহনবাগান। তার আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে কোচ মানলোর।
.@Balwant_Singh17 cannot wait to hit the training park and we are eagerly waiting to see the experienced striker in again!#JoyEastBengal #WeAreSCEB pic.twitter.com/WJ9O2kKurb
— SC East Bengal (@sc_eastbengal) October 1, 2021
এসসি ইস্টবেঙ্গলের নতুন বিদেশি আমির দেরভিসেভিচ ও টমিস্লাভ মার্সেলাও দলের সঙ্গে যোগ দিয়েছেন বৃহস্পতিবার। অনূর্ধ্ব-১৫, ১৬ ও ১৭ নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে খেলা ড্যারেন সিডওয়েলে ইতিমধ্যেই গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন। আমস্টারডাম বিমানবন্দরে তাঁকে প্রিয় ক্লাবের পতাকা দিয়ে শুভেচ্ছা জানান লাল-হলুদ সমর্থকরা। তবে ড্যানিয়েল চিমা কবে গোয়া পৌঁছচ্ছেন তা এখনও পরিষ্কার নয়।
আরও পড়ুন – Babar Azam T20 hundred : বিরাটকে পেছনে ফেলে দিলেন বাবর আজম
সম্প্রতি কোভিড-মুক্ত হওয়া গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যও কয়েক দিন পরে গোয়া যাবেন। বৃহস্পতিবার গোয়া পৌঁছলেন মহম্মদ রফিক, অঙ্কিত মুখোপাধ্যায়রা। লাল-হলুদের নতুন কোচ ম্যানুয়েল (মানলো) ডিয়াজ ও তাঁর সহকারীরা চব্বিশ ঘণ্টা আগেই পৌঁছে গিয়েছিলেন। ইতিমধ্যেই দলে যোগ দিয়েছেন ইতালির লাজ়িয়োয় খেলা ডিফেন্ডার ফ্র্যানিয়ো পর্চে।
জন্মদিন ছিল টমিসলাভ মার্সেলার। তার ঘরে কেক পাঠানো হয়। টিম স্পিরিট তৈরি এবং প্রি সিজন ট্রেনিং সঠিকভাবে করাই লক্ষ্য নতুন স্প্যানিশ কোচের। যদিও প্র্যাকটিস ম্যাচ খেলা আর আসল টুর্নামেন্টে খেলা সমান নয়, তবুও বোঝাপড়া তৈরি করতে এবং ফুটবলারদের দেখে নিতে এছাড়া উপায় নেই ডিয়াজের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ISL, SC East Bengal