কলকাতা: দীপাবলি ও ছট পুজোর সময়ে যাত্রীদের যাতায়াত সহজ করার উদ্দেশ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে কয়েকটি স্পেশ্যাল ট্রেনের চলাচলের মেয়াদ আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ট্রেনগুলি নিজের নিজের বিদ্যমান সময় ও স্টপেজের সঙ্গে চলাচল করবে। সেই অনুযায়ী, ০৫৭৬২নং. (কাটিহার-রাঁচি) স্পেশ্যাল ট্রেনটি পাঁচটি ট্রিপের জন্য ০২ থেকে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার ১৪.০০ ঘণ্টায় কাটিহার থেকে রওনা দিয়ে পরের দিন ০৩.৪০ ঘণ্টায় রাঁচি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০৫৭৬১নং. (রাঁচি-কাটিহার) স্পেশ্যাল ট্রেনটি পাঁচটি ট্রিপের জন্য ০৩ নভেম্বর থেকে ০১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শুক্রবার ০৫.৩০ ঘণ্টায় রাঁচি থেকে রওনা দিয়ে একই দিনে ২০.০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।
আরও পড়ুন: ‘মমতাদি-অভিষেক সব জানে, ৪ দিন অপেক্ষা করুন’, সিজিও থেকে হাসপাতালের পথে বিস্ফোরক জ্যোতিপ্রিয়
০৮০৪৭নং. (সাঁতরাগাছি-গুয়াহাটি) স্পেশ্যাল ট্রেনটি চারটি ট্রিপের জন্য ০৩ থেকে ২৪ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শুক্রবার ১৮.০০ ঘণ্টায় সাঁতরাগাছি থেকে রওনা দিয়ে পরের দিন ১৫.০০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০৮০৪৮নং. (গুয়াহাটি-সাঁতরাগাছি) স্পেশ্যাল ট্রেনটি চারটি ট্রিপের জন্য ০৪ থেকে ২৫ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শনিবার ১৬.৪৫ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে পরের দিন ১২.৩০ ঘণ্টায় সাঁতরাগাছি পৌঁছবে।
০৫৭৩৪নং. (কাটিহার-অমৃতসর) স্পেশ্যাল ট্রেনটি চারটি ট্রিপের জন্য ০৪ থেকে ২৫ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শনিবার ০৭.৫০ ঘণ্টায় কাটিহার থেকে রওনা দিয়ে তৃতীয় দিন ০০.০৫ ঘণ্টায় অমৃতসর পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০৫৭৩৩নং. (অমৃতসর-কাটিহার) স্পেশ্যাল ট্রেনটি চারটি ট্রিপের জন্য ০৬ থেকে ২৭ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক সোমবার ১২.৪৫ ঘণ্টায় অমৃতসর থেকে রওনা দিয়ে তৃতীয় দিন ০৩.৩০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।০৫৬১৬নং. (গুয়াহাটি-উদয়পুর সিটি) স্পেশ্যাল ট্রেনটি চারটি ট্রিপের জন্য ০৫ থেকে ২৬ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক রবিবার ১৮.০০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে তৃতীয় দিন ২১.০৫ ঘণ্টায় উদয়পুর সিটি পৌঁছবে।
আরও পড়ুন: কাউন্টডাউন শুরু, ধনতেরাসের দিন এই ৩ জিনিস ভুলেও কিনবেন না! জানুন
ফেরত যাত্রার সময় ০৫৬১৫নং. (উদয়পুর সিটি-গুয়াহাটি) স্পেশ্যাল ট্রেনটি চারটি ট্রিপের জন্য ০৮ থেকে ২৯ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বুধবার ১৩.৪৫ ঘণ্টায় উদয়পুর সিটি থেকে রওনা দিয়ে তৃতীয় দিন ২৩.৩০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। এছাড়াও, কয়েকটি ট্রেনের পরীক্ষামূলক স্টপেজের সময়সীমা মনোনীত স্টেশনগুলিতে ৩০ এপ্রিল, ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৩১৪১/১৩১৪২নং. (শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ) তিস্তা তোর্সা এক্সপ্রেসটি বেলাকোবা স্টেশনে, ১২৩৪৫/১২৩৪৬নং. (হাওড়া-গুয়াহাটি-হাওড়া) শরাইঘাট এক্সপ্রেসটি ধুপগুড়ি স্টেশনে, ১৩০৫৩/১৩০৫৪নং. (হাওড়া-রাধিকাপুর-হাওড়া) কুলিক এক্সপ্রেস এবং ১৫৬৪৩/১৫৬৪৪নং. (পুরী-কামাখ্যা-পুরী) এক্সপ্রেসটি হরিশ্চন্দ্রপুর স্টেশনে, ১৩১৬৯/১৩১৭০নং. (শিয়ালদহ-সহরসা জং.-শিয়ালদহ) হাটে বাজারে এক্সপ্রেস ও ১৩০৬৩/১৩০৬৪নং. (হাওড়া-বালুরঘাট-হাওড়া) এক্সপ্রেসটি একলাখি স্টেশনে, ১৩১৪৭/১৩১৪৮নং. (শিয়ালদহ-বামনহাট-শিয়ালদহ) উত্তরবঙ্গ এক্সপ্রেসটি সামসি স্টেশনে স্টপেজ দিবে।
আবীর ঘোষাল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways, Train