মুম্বই: ৬০ তম জন্মদিন অন্যভাবে কাটালেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি। শিশুদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল রিলায়েন্স ফাউন্ডেশন৷ প্রায় ৩ হাজার স্কুল পড়ুয়াকে বিশেষ উপহার এবং অন্নসেবা প্রদান করলেন স্বয়ং সংস্থার প্রতিষ্ঠাতা তথা চেয়ারপার্সন নীতা আম্বানি৷ নিজের ৬০ বছরের জন্মদিন এভাবেই ছোটদের সঙ্গে কাটালেন তিনি৷ একাধিক সময়ে তাঁকে বলতেও শোনা গিয়েছে, শিশু এবং মহিলারা তাঁর হৃদয়ের অত্যন্ত কাছের।
এক নয়া শিক্ষামূলক প্রতিষ্ঠান উন্মোচনের সাক্ষী রইল বাণিজ্যনগরী মুম্বই। বুধবার অর্থাৎ ১ নভেম্বর চালু হল নীতা মুকেশ আম্বানি জুনিয়র স্কুলের (এনএমএজেএস)। আর এই স্কুলটি শিক্ষাদান এবং শেখার দৃষ্টান্তগুলিকে পুনরায় সংজ্ঞায়িত করতে সম্পূর্ণ ভাবে প্রস্তুত।
বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল (ডিএআইএস) ক্যাম্পাসের ঠিক পাশেই তৈরি করা হয়েছে নতুন এই স্কুলটি। যেটাকে একটি অত্যাধুনিক ক্যাম্পাস হিসেবেই ডিজাইন করা হয়েছে। শুধু তা-ই নয়, এখানে পড়ুয়ারা পেয়ে যাবে নমনীয় শিক্ষার সুবিধা।
এর পাশাপাশি ছোট ও বড় দলে ভাগ হয়ে কোল্যাবোরেশন এবং কাজ করার সুবিধাও মিলবে এই নয়া স্কুলে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত ডিএআইএস নীতা আম্বানির দূরদর্শী নেতৃত্বের জোরে ইতিমধ্যেই অতিক্রম করেছে। নীতা আম্বানি আসলে মন থেকে একজন শিক্ষিকা এবং শিক্ষাবিদ।
আরও পড়ুন, তিনটি নোটবুকে কয়েকটি নাম! জ্যোতিপ্রিয় মামলার বাঁকবদল? চাঞ্চল্য ইডির দাবিতে
আরও পড়ুন, আজ ইডি দরবারে হাজিরা দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী? ‘গ্রেফতার হবেন কেজরিওয়াল’ : আপ
ফলে একজন প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন হিসেবে নীতা আম্বানি অসাধারণ আবেগ এবং অঙ্গীকারের মাধ্যমে মাত্র ২০ বছরের মধ্যে ডিএআইএস-কে বিশ্বের সেরা বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম করে তুলতে সক্ষম হয়েছেন। ডিএআইএস ভারতের ১ নম্বর ইন্টারন্যাশনাল স্কুলের তকমা লাভ করেছে। সেই সঙ্গে বিশ্বের সেরা ২০টি আইবি স্কুলের তালিকাতেও স্থান করে নিয়েছে ডিএআইএস।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nita Ambani