ভোটের দামামা বেজে গিয়েছে পাকিস্তানে। আগামী ১১ ফেব্রুয়ারি পাকিস্তানে ভোটের দিন ঠিক করা হয়েছে। পিটিআই সূত্রে খবর, বৃহস্পতিবার পাকিস্তানে নির্বাচন কমিশন গোটা বিষয়টি সুপ্রিম কোর্টকে অবহিত করেছে।
এদিকে পাকিস্তানে কবে ভোট হবে তা নিয়ে দিনের পর দিন ধরে নানা টালবাহানা চলছিল। অবশেষে জানা গেল ভোটের দিন ঠিক করা হয়েছে পাকিস্তানে। কার্যত ভোটের জন্য রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের নির্বাচন কমিশনের আইনজীবী সাজিল স্বাতী জানিয়েছেন ২৯ জানুয়ারির মধ্য়ে সংসদীয় ক্ষেত্র সম্পর্কে প্রয়োজনীয় কাজ করা হবে।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আদালতে ভোট সংক্রান্ত একাধিক আবেদন জমা পড়েছিল। জাতীয় সংসদ ও আঞ্চলিক বিধানসভার মেয়াদ শেষ হওয়ার ৯০দিনের মধ্য়ে ভোট করার আবেদন করা হয়েছিল।
ডন সংবাদপত্রের রিপোর্টে জানা গিয়েছে, পাকিস্তানের প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসা, বিচারপতি আমিন উদ্দিন খান ও বিচারপতি আতহার মীনাল্লাহ এই মামলা শোনেন। এই মামলা করেছিল সুপ্রিম কোর্ট বার অ্য়াসোসিয়েশন. পাকিস্তান তেহরিক ই ইনসাফ সহ অন্যান্যরা।
এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি গত ৯ অগস্ট জাতীয় সংসদ ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। অবশেষে ভোটের দামামা বেজে গেল পাকিস্তানে। এবার পাকিস্তান কাদের দখলে থাকবে সেদিকেও নজর রয়েছে অনেকের। সেই সঙ্গেই রাজনৈতিক অস্থিরতার মধ্য়ে ভোট প্রক্রিয়া কতটা শান্তিপূর্ণ হবে সেটাও দেখার।