কলকাতা: টলিউডের রাজ-পুত্র এবার হ্যালোউইনে মিষ্টি ভ্যাম্পায়ার। বুঝলেন সেই খুদে আসলে কে? রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান এবার হ্যালোউইনে ভ্যাম্পায়ার সেজে সবাই চমক দিল। ৩১ অক্টোবর সারা বিশ্ব জুড়ে উদযাপিত হয় হ্যালোউইন৷ এটি মূলত ইউরোপ এবং আমেরিকার উৎসব হলেও এখন এশিয়াতেও এটি উদযাপন করতে দেখা যায়। এদিন ভূত-পেত্নি থেকে সুপারহিরো কিংবা নানা বিখ্যাত চরিত্রে সেজে ওঠেন সকলে। অনেক ভারতীয়ও চুটিয়ে করেন এই বিশেষ উৎসবের সেলেব্রেশন। পিছিয়ে নেই টলি পাড়াও।
রুশা, ঋতাভরী অনেকেই নিজেদের সাজিয়ে ছিলেন হ্যালোউইনের সাজে। স্যোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন ছবিও। অন্তঃসত্ত্বা শুভশ্রী নিজে না সাজলেও এই বিশেষ উৎসবে সাজিয়ে দিয়েছিলেন তাঁর নয়নের মণি ইউভানকে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই মিষ্টি মুহূর্তের ছবি ইনসট্রাগ্রামে শেয়ার করে নেন তিনি। দেখা যায় তিনি নিজে হাতে সাজিয়ে দিচ্ছেন ছেলেকে। স্বযত্নে ছেলের সাজাতে সাজাতে, প্রশ্ন করছেন ‘তুমি কী হচ্ছো?’ ছোট্ট খুদে জানায় সে ভ্যাম্পয়ার সাজছে। তারপরই অভিনেত্রী ইউভানকে প্রশ্ন করেন ‘আজ কী আছে?’ সেই প্রশ্ন শুনে মিষ্টি ইউভান আদো আদো উচ্চারণে জানায় ‘হ্যালোউইন’।
আরও পড়ুন: সুদীপার কাছের মানুষের সঙ্গে শাহরুখ খান! আনন্দে আত্মহারা সঞ্চালিকা
আর তারপরই মা ছেলের থেকে জানতে চান ‘তুমি নিজেকে দেখে ভয় পাবে না তো?’ খুদে জানায় ‘না’। আর সাজ শেষ হতেই নানা অঙ্গভঙ্গি করে ভয় দেখাতে শুরু করে রাজ-পুত্র। মেকআপ ভাল হয়েছে কিনা জানতে চাইলে? মাকে ঘাড় নেড়ে বুঝিয়ে দেয় যে মেকআপ তার খুব পছন্দ হয়েছে।
আরও পড়ুন: হ্যালোউইনের সন্ধ্যায় ইনিই ছিলেন ঋতাভরীর সঙ্গী! অন্য মেজাজে ধরা দিলেন নায়িকা, রইল ছবি
কিন্তু শুভশ্রী যখন ইউভানের থেকে জানতে চায় যে, সে নিজেকে দেখতে চায় কিনা? তখনই সে দৃঢ় ভাবে অসম্মতি প্রকাশ করে। কেন সে নিজেকে দেখতে চায়না? জানতে চাইলে সে জানায় তার নিজে দেখে নিজেই ভয় লাগছে। ছোট্ট খুদের কথায় দেখে হেসে ফেলেন মা শুভশ্রী। মা-ছেলের এই মিষ্টি ভিডিও শুভশ্রী ভাগ করে নেন তাঁর অনুরাগীদের সঙ্গে। ক্যাপশনে লেখেন, ‘ আমার মিষ্টি ছোট্ট ভ্যাম্পায়ার’। এরপর কালো টি-শার্ট ও ব্যাটম্যানের কেপ পড়ে ক্যামেরার সামনে এসে সবাইকে ভয় দেখায় মিষ্টি ইউভান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raj Chakraborty, Subhashree Ganguly, Yuvan