Advertisement
তিনি নিজে শাহরুখ খানকে মুখ ফুটে ছবি তোলার কথা বলে উঠতে পারেনি, দ্বিধাই হয়ে ছিল বাধা। তবে তাঁর ছেলে আকাশ সেই কাজ করতে পারায় খুশি মা সুদীপা। ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘আমাদের বড় ছেলে আকাশ শাহরুখের সঙ্গে। তবে আমি যখন তাঁকে কাছ থেকে দেখেছিলাম এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে, “একটা ছবি তুলতে পারি?” সে কথা আর মুখ ফুটে জিঞগাসা করতে পারিনি, মনেই থেকে গিয়েছিল সুপ্ত ইচ্ছে হিসেবে। কিন্তু আকাশরা হল নতুন প্রজন্ম- তাঁরা যে কোনও কাজ নিয়ে খুবই সিরিয়াস। শুভ জন্মদিন শাহরুখ খান।’
Advertisement