শিলিগুড়ি: এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার ১০৭টি পদককে স্মরণীয় করে রাখতে বিশেষ ১০৭ টাকার সিনেমার টিকিট ঘোষণা করেছে আইনক্স এবং পিভিআর। ভারতীয় ক্রীড়াকে সমর্থন জানাতে ক্রীড়াবিদদের বিনামূল্যে সিনেমা দিবসের জন্য আমন্ত্রণ জানিয়েছে সিনেমা হল কর্তৃপক্ষ। এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার অসাধারণ জয়ের সম্মানে, ভারতের অন্যতম মুভি বিখ্যাত থিয়েটার চেইন আইনক্স এবং পিভিআর এই অফারের কথা ঘোষণা করেছে। আগামী ৩ রা নভেম্বর, ২০২৩-এ, ভারতবর্ষে তাদের সমস্ত সিনেমাহলে সিনেমার টিকিটের দাম হবে ১০৭ টাকা।
এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার ১০৭টি পদক জয়ের সম্মানে এই পদক্ষেপ । এই পদক্ষেপ হল কঠোর পরিশ্রমী খেলোয়াড়দের সম্মান জানানোর একটি উপায়৷ একই সঙ্গে সমগ্র ভারতীয় দলকে তাদের পরিবার-সহ, তাদের যেকোনও আইনক্স এবং পিভিআর থিয়েটারে তাদের যে কোনও সিনেমা দেখতে বলা হয়েছে। উপরন্তু, এশিয়ান গেমসের পদকপ্রাপ্তরা ৩ রা নভেম্বর থেকে ২ রা ডিসেম্বর পর্যন্ত যেকোনও পিভিআর, আইনক্স থিয়েটারে যত খুশি ততগুলি সিনেমা দেখতে পারবেন বিনামূল্যে।
আরও পড়ুন: সন্তানহারা কাবোকে হিমেশ দিলেন বড় সুযোগ! গায়কের ‘মেরা দিল মেরি জান’ মন ছুঁয়ে গেল সকলের
আরও পড়ুন: হ্যালোউইনের সন্ধ্যায় ইনিই ছিলেন ঋতাভরীর সঙ্গী! অন্য মেজাজে ধরা দিলেন নায়িকা, রইল ছবি
শিলিগুড়ির একটি বেসরকারি শপিং মলে অবস্থিত আইনক্সের ম্যানেজার সায়ক পাল বলেন , ” ১০৭ টি পদক ভারতের নবীন প্রজন্মকে অনেক অনুপ্রেরণা জোগাবে। তাদের সম্মানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি প্রচুর লোক সিনেমা দেখতে আসবে। শিলিগুড়ির ক্রীড়া প্রেমী ব্যাক্তি বলেন, ” এই উদ্যোগকে সত্যি সাধুবাদ জানাতে হয় । প্রতিটি খেলোয়াড়দের কঠোর লড়াইয়ের ফল এই পদক। তাদের সম্মানে এই উদ্যোগ সত্যি দারুন।আমি আমার পরিবারের সঙ্গে অবশ্যই যাব।”
অনির্বাণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asian Games, PVR INOX