বেনারস: জোর করে চুম্বন। জামাকাপড় খুলে ফেলে জোর করে ভিডিও। সেই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ। ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়লেন বেনারস হিন্দু ইউনির্ভাসিটির এক ছাত্রী। আইআইটি-বিএইচইউ বিভাগের ওই ছাত্রীর এমন অভিযোগের পরেই শোরোগোল পড়ে গিয়েছে ক্যাম্পাস চত্বরে। বিক্ষোভে সামিল হয়েছেন পড়ুয়ারা। ঘটনায় কড়া শাস্তির দাবি করেছেন তাঁরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখন কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশের কাছে ওই ছাত্রী অভিযোগ পত্রে জানিয়েছেন, বৃহস্পতিবার অর্থাৎ নভেম্বরের ২ তারিখ দুপুরে তিনি হোস্টেলে ছিলেন। গান্ধী স্মৃতি হোস্টেলে তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা হয়। তারপর সেই বন্ধুর সঙ্গে ঘুরতে ঘুরতে ৩০০ মিটার মতো গেছিলেন তিনি। সেই সময় ক্যাম্পাসের মধ্যেই তিন যুবক বাইকে করে তাঁদের পথ আটকায়।
ছাত্রীর অভিযোগ, তাঁর বন্ধুকে প্রথমে আলাদা করে নিয়ে যায়। এরপরেই ওই ছাত্রীকে জোর করে চুম্বন করতে শুরু করে ওই অজ্ঞাতপরিচয় যুবকরা। চিৎকার করেও সুরাহা পাননি ওই ছাত্রী। এমনকী ওই ছাত্রীর জামাও খুলেও ফেলা হয় জোর করে। ছাত্রীর দাবি, ১০ মিনিট ধরে এমন নারকীয় অত্যাচার চলে।
আরও পড়ুন, তিনটি নোটবুকে কয়েকটি নাম! জ্যোতিপ্রিয় মামলার বাঁকবদল? চাঞ্চল্য ইডির দাবিতে
আরও পড়ুন, আজ ইডি দরবারে হাজিরা দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী? ‘গ্রেফতার হবেন কেজরিওয়াল’ : আপ
ঘটনার পরেই ওই ছাত্রী দৌঁড়ে এক প্রফেসরের ঘরে চলে আসেন। সেখানে সবটা খুলে বলেন। তারপরেই ওই প্রফেসর সিকিউরিটি ডেকে আনেন। পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় চত্বর। নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন পড়ুয়ারা।
তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিসিটিভি পর্যাপ্ত নেই। নিরাপত্তারক্ষীর সংখ্যা কম। ছাত্রীর সুরক্ষিত নন। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কড়া শাস্তির দাবি তুলেছেন পড়ুয়ারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News