Suvendu Adhikari: শুভেন্দুকে কোতুলপুরে সভা করার অনুমতি দিলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Advertisement

বাঁকুড়ার কোতুলপুরে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। ফলে সব প্রস্তুতি সত্বেও পণ্ড হল সভা। ৪ নভেম্বরের আগে কোতুলপুরে বিজেপি সভা করতে পারবে না বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বাঁকুড়ার কোতুলপুরে সভা করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়ে না পাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলার শুনানিতে বুধবার দুপুরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আধ ঘণ্টার মধ্যে পুলিশকে বিজেপির সভার অনুমতি দিতে হবে। নইলে দুপুর ২টোয় ভার্চুয়াল হাজিরা দিয়ে পুলিশ সুপারকে বলতে হবে কেন অনুমতি দিলেন না। জবাব গ্রহণযোগ্য না হলে তাঁকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হবে।

আদালতের এই নির্দেশের পরেও বিজেপির সভার অনুমতি দেয়নি পুলিশ। বদলে মামলার পরবর্তী শুনানিতে হাজিরা দেন পুলিশ সুপার বৈভব তিওয়ারি। আদালতকে তিনি জানান, যে মাঠে সভার আয়োজন হয়েছে সেখানে প্রবেশ ও বাহিরের একটাই পথ। এর ফলে দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া বিজেপি ৩০ অক্টোবর সভার অনুমতি চেয়েছে। এই স্বল্প সময়ে পুলিশি নিরাপত্তার আয়োজন করা সম্ভব হয়নি।

পুলিশ সুপারের বক্তব্যে সম্মতি জানিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, এক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তেমনটা হলে দায় কে নেবে? বিজেপির আইনজীবী বলেন, মামলাকারী নেবেন। বিচারপতি বলেন, এভাবে আদালত অনুমতি দিতে পারে না। তাছাড়া বিজেপি ২৮ অক্টোবর ইমেলে যে আবেদন করেছে তা বৈধ নয়। পুলিশকে সময় দেওয়া হল। ৪ নভেম্বরের আগে বিজেপি কোতুলপুরে সভা করতে পারবে না। তার পর বিজেপির আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে প্রশাসন।

আদালত অনুমতি না দিলেও নির্ধারিত সময় ২টো থেকে কোতুলপুরে সভা শুরু করে বিজেপি। ছিলেন সৌমিত্র খাঁ, অমরনাথ শাখা। তবে শুভেন্দু অধিকারীকে মঞ্চে দেখা যায়নি। মঞ্চের নীচেই দলীয় কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।