Shovan-Sohini: ছায়া-য় রহস্যময়ী নারী, শোভনের সঙ্গে ‘চর্চিত প্রেমিকা’ সোহিনী নাকি অন্য কেউ?

Advertisement

তারকাদের সামাজিক মাধ্যমে চোখ রাখলেই মাঝেমাঝে বেরিয়ে আসে তাঁদের গোপন কথা। অবশ্য কোনও তারকা আবার ব্যক্তিগত জীবনের আভাস দেন কিছুটা শখ করেই। রহস্য তৈরি করাও কিন্তু ভাইরাল হওয়ার নতুন পন্থা। ইনস্টাগ্রামে নিজের ৩টি ছবি শেয়ার করে নেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। তবে প্রথম ছবিতে কিন্তু টানটান রহস্য। ছায়ার ছবি তোলা হয়েছে। শোভনের পাশে এক রহস্যময়ী নারী।

নীল শার্ট, কালো শর্টস পরে প্রকৃতির মাঝে শোভন। যদিও নেট-নাগরিকদের নজর সেই রহস্যময়ী নারীতেই। অনেকেই জানতে চায়, এই কি শোভনের নতুন বান্ধবী?

আরও পড়ুন: ‘মিষ্টি প্রেম তো সেগুলোই…’, পৃথ্বীশের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বলছে ‘রুচিরা’ সৌমি

মাসখানেক আগেই প্রেম ভেঙেছে শোভন আর স্বস্তিকার। কারণ কানে না আসলেও, টলিউডে কানাঘুষো চলতে থাকে তৃতীয় ব্যক্তির আগমনেই দূরে হয়েছিলেন তাঁরা। সেই তৃতীয় ব্যক্তি শোভনের এই বান্ধবীই নয় তো?

আপাতত খবর রয়েছে, শোভনের প্রেম জমেছে আপাতত সোহিনী সরকারের সঙ্গে। এই নায়িকারও বিচ্ছেদ হয়েছে সম্প্রতিই। রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদের পর যিনি বর্তমান সিঙ্গেলে। আর এই দুজনই মন দিয়ে ফেলেছেন একে-অপরকে। বিশেষ করে তা সামনে আসে সোহিনীর জন্মদিনের পার্টিতে। 

আরও পড়ুন: হয়ে গেল শেষ দিনের শ্যুট, পুজো মিটতে না মিটতেই বন্ধ হচ্ছে জি বাংলার এই মেগা!

যিশু সেনগুপ্তর উদ্যোগে আয়োজিত ২২ শ্রাবণের অনুষ্ঠানে কাছাকাছি আসে নাকি শোভন আর সোহিনী। তবে নেট-নাগরিকদের মনে শোভন-সোহিনীকে নিয়ে প্রশ্ন বারবার আসতে থাকে যখন নায়িকাকে নিয়ে সংবাদমাধ্যমে বের হওয়া প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত শেয়ার করে নিতে থাকেন শোভন।

স্বস্তিকার আগে শোভন সম্পর্কে ছিলেন গায়িকা ইমনের সঙ্গে। একদিন হঠাৎ করেই সেই সম্পর্ক ভাঙার খবরও সামনে এসেছিল। এমনকী, স্বস্তিকার সঙ্গে বিচ্ছেদেও নাম জড়িয়েছিল ইমনেরই। শোনা যাচ্ছিল, বারবার নাকি প্রাক্তনের কাছে ফিরে যাচ্ছিলেন শোভন। সেই কারণেই দূরত্ব আসে তাঁদের মধ্যে। সেই সময় মুখ খুলেছিলেন স্বস্তিকা। জানিয়েছিলেন, তাঁদের সম্পর্ক ভাঙায় তৃতীয় বা চতুর্থ, কোনও ব্যক্তিরই হাত নেই। 

শোভনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে সংবাদমাধ্যমে স্বস্তিকা জানিয়েছিলেন, ‘আমি কিছু ক্ষেত্রে বোকা। হয়তো ওর দিক থেকে ও ঠিক, আমি কারুর নাম খারাপ করতে চাই না। আমি যথেষ্ট সিরিয়াস ছিলাম এই সম্পর্কে। মুহূর্তগুলো ভালো ছিল। আমার কাছে এই ব্রেকআপটা শকিং’।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।