জাস্ট লুকিং লাইক ওয়াও ট্রেন্ডে ভাসছে নেট পাড়া। দীপিকা আগেই এই ট্রেন্ডে সামিল হয়েছিলেন, এবার তাতে সঙ্গ দিলেন রণবীর সিং। এদিন জিও ওয়ার্ল্ড প্লাজার উদ্বোধনে গিয়ে তাঁকে এই জনপ্রিয় লাইনটি অভিনয় করতে দেখা গেল। আর তাঁর কাণ্ড দেখে হেসে খুন নীতা আম্বানি এবং মুকেশ আম্বানি। শুধুই কি তাই? রণবীরকে এদিন আম্বানি পত্নী ফ্লাইং কিস পর্যন্ত ছুঁড়ে দেন।
মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন হল জিও ওয়ার্ল্ড প্লাজা। এদিনের এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রণবীর। এদিন তিনি সঞ্চালনার ফাঁকে প্রশংসা করেন নীতা আম্বানির। তিনি আম্বানি পত্নীর দিকে তাকিয়ে বলেন, ‘যেমন সুন্দরী, তেমনই স্নিগ্ধ। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। জাস্ট লুকিং লাইক এ ওয়াও।’ রণবীরের এই প্রশংসা শুনে হেসে ফেলেন নীতা। বাদ যান না মুকেশ আম্বানিও।
এতটুকু বলেই থামেন না রণবীর। তিনি নীতা আম্বানির গুনগান করে বলেন, ‘গোটা পৃথিবী তাঁকে চেনে মিসেস নীতা মুকেশ আম্বানি হিসেবে। কিন্তু আমরা যাঁরা ওঁকে ভালোবাসি তাঁরা ওঁকে ভাবি বলে ডাকি।’ তাঁর এই কথা শুনে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দেন নীতা। মুকেশ আম্বানি স্ত্রীর পাশে বসে হাসতে থাকেন।
আরও পড়ুন: শাহরুখের জন্মদিনেই আসছে ডাঙ্কির টিজার! সময়টা জানেন কখন?
আরও পড়ুন: দাদাগিরির মঞ্চে কাকে চোখ মারলেন সৌরভ? ইশারা করে ডাকলেনই বা কাকে?
এদিনের এই অনুষ্ঠানে নীতা আম্বানি একটি হলুদ শাড়ি এবং সবুজ গয়না পরেছিলেন। অন্যদিকে মুকেশ আম্বানির পরনে ছিল স্যুট প্যান্ট। রণবীরকে কালো পোশাকে দেখা যায়।
কী এই ওয়াও ট্রেন্ড?
জ্যাসমিন কৌর নামক এক মহিলা প্রথম এই ট্রেন্ড শুরু করেছেন। তাঁর বলা জাস্ট লুকিং লাইক এ ওয়াও এখন ভাইরাল। একাধিক সেলিব্রিটি এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। দীপিকা পাড়ুকোন ছাড়াও নুসরত জাহানকেও এই ভিডিয়ো বানাতে দেখা গিয়েছে।
রণবীরের কাজ প্রসঙ্গে
আগামীতে রণবীর সিংকে রোহিত শেট্টির সিংঘম এগেন ছবিতে দেখা যাবে। তাঁর পাশাপাশি এখানে লেডি সিংঘম চরিত্রে দেখা যাবে দীপিকাকে। এছাড়াও শাহরুখের জায়গায় এবার ডন হয়ে ডন ৩ ছবিতে আসছেন রণবীর। ফলে তাঁর হাতে যে এখন ভরপুর কাজ সেটা স্পষ্ট।