Jamshedpur FC vs MBSG Live Score: টানা তিন ম্যাচ জয়। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আজ অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামছে জুয়ান ফেরান্দোর দল। এই ম্যাচ জিততে আত্মবিশাসী বাগান শিবির। পাশাপাশি জামশেদপুরও জয়ের রাস্তায় ফিরতে মরিয়া। ম্যাচের যাবতীয় আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
Jamshedpur FC vs MBSG Live Score: বল পায়ে রেখে এগিয়ে যাচ্ছে জামশেদপুর
২ মিনিট- শুরু থেকেই গ্রাউন্ড শট খেলে এগিয়ে যাচ্ছে জামশেদপুর। সেই সঙ্গে ম্যাচের প্রথম কর্নারটি আদায়ও করে নিলেন তারা। যদিও সেখান থেকে কোনও গোল করতে পারল না জামশেদপুর।
Jamshedpur FC vs MBSG Live Score: মাঠে নামলেন দুই দলের ফুটবলাররা
বাঁশি বাজিয়ে জামশেদপুর বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ শুরু করলেন রেফারি। জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া ফেরান্দোর দল। অন্যদিকে জয়ে ফিরতে চাইছে জামশেদপুরও।
Jamshedpur FC vs MBSG Live Score: দুই তারকার অনুপস্থিতি সমস্যায় ফেলবে বাগানকে?
এই ম্যাচে খেলবেন না জেসন কামিন্স এবং হুগো বৌমাস। স্বাভাবিক ভাবেই জামশেদপুরের কাছে এটা বড় অ্যাডভান্টেজ হতে চলেছে। তবে বাগান বিপক্ষের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। এই মুহূর্তে পরপর তিন ম্যাচ জিতে ফেরান্দোর দল রয়েছে লিগ টেবিলের তৃতীয় স্থানে। পাশাপাশি জামশেদপুর ৫ ম্য়াচে মাত্র ১টি জিতে রয়েছে ৮ নম্বর স্থানে।
Jamshedpur FC vs MBSG Live Score: জামশেদপুরের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
টিপি রেহনেশ, পিসি লালদিনপুইয়া, এলসিনো, প্রতীক চৌধুরি, ইমরান খান, নিখিল বার্লা, অ্যালেন স্টিভানোভিচ, জেরেমি মানজোরো, জীতেন্দ্র সিং, মহম্মদ শানান এবং ড্যানিয়েল চিমা।
Jamshedpur FC vs MBSG Live Score: দেখে নেওয়া যাক মোহনবাগানের প্রথম একাদশ
বিশাল কাইথ, ব্রেন্ডন হ্যামিল, অনিরুদ্ধ থাপা, পেত্রাতোস, মনবীর, শুভাশিস (অধিনায়ক), লিস্টন, সাহাল, হেক্টর, গ্লেন, সাদিকু।
Jamshedpur FC vs MBSG Live Score: আজ জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান
নমস্কার! হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত। আজ আইএসএলে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। অ্যাওয়ে ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা বাগান শিবির তা বোঝা যাবে ৯০ মিনিট পর। এই ম্যাচে যাবতীয় আপটেডের জন্য চোখ রাখুন এই লাইভ ব্লগে।